আসলে ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে সিলি পয়েন্টে মাঠে নামেন সরফরাজ খান। এ সময় হেলমেট ও প্যাড ছাড়াই আসেন সরফরাজ খান। এই মুহূ্র্তে ভারতীয় ফ্যানদের নয়নের মণিকে মাঠের মাঝেই এই ভাষায় চেঁচিয়ে ওঠেন অধিনায়ক রোহিত৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
অধিনায়ক রোহিত শর্মা সরফরাজের এভাবে ফিল্ডিং করা দেখে বেশ রেগে যান৷ রোহিত শর্মা সরফরাজকে বকা দিয়ে বলেন, “বেশি হিরো হতে হবে না। যখন এই জায়গায় ফিল্ডিং করবেন, তখন কোনও ঝুঁকি নেবে না গিয়ে হেলমেট নিয়ে এস।’’ ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে রোহিত শর্মার গলা। আসলে রোহিত জানেন কোনওভাবে যদি সরফরাজের লেগে যেত তাহলে মারাত্মক পরিস্থিত হতে পারত৷
ভারতকে করতে হবে ১৯২ রান
চতুর্থ টেস্ট জিততে ভারতকে এখন ১৯২ রান করতে হবে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ওপেন করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ২৭ বলে ২৪ রান করে অপরাজিত আছেন অধিনায়ক রোহিত শর্মা। যশস্বী জয়সওয়ালও ১৬ রানে ব্যাট করছেন। দলের স্কোর ৪০ রান। আশা করা যাচ্ছে টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডের স্কোর তাড়া করেই ম্যাচ জিতবে ভারতীয় দল। রাঁচি টেস্ট জিতলে সিরিজও জিতে যাবে ভারত৷