রবীন্দ্র জাদেজার নাম ক্রিকেট ইতিহাসে আলাদা অধ্যায় হিসেবে লেখা হত। তবে আরেকটুর জন্য সেটা হল না। একা কুম্ভ রক্ষার চেষ্টা করলেন জাদেজা। তবে শেষ পর্যন্ত তিনি একা কুম্ভ রক্ষা করতে পারলেন না। জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজের ব্যাট হাতে লড়াইও ব্যর্থ হল। ১৯৩ রান তাড়া করতে নেমে ভারত শেষ হয়ে গেল ১৭০ রানে।
advertisement
লর্ডস টেস্টের পঞ্চম দিনে ঋষভ পন্থ ও কেএল রাহুল ভারতকে জেতানোর দায়িত্ব নিতে পারতেন। তবে আর্চারের বলের লাইনই বুঝতে পারেননি পন্থ। মাত্র ৯ রানের মাথায় বোল্ড হন তিনি। কেএল রাহুল ফিরলেন ৩৯ রানে। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ভারত ধুঁকতে থাকে। রবীন্দ্র জাদেজার সঙ্গে দীর্ঘ সময় ধৈর্য ধরে ব্যাট করছিলেন নীতীশ রেড্ডি। কিন্তু লাঞ্চের ঠিক আগেই আউট হন তিনি। তাও মাত্র ১৩ রানে।
আরও পড়ুন- ভাঙল সাইনা-কাশ্যপের সংসার, হতবাক ভক্তরাও, কিন্তু কী কারণে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত?
২০২১ সালে ভারতীয় দল শেষবার লর্ডসে ম্যাচ জিতেছিল। এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারত। তবে শেষমেষ তীরে এসে তরি ডুবল টিম ইন্ডিয়ার। আজ থেকে চার বছর আগে লর্ডস টেস্টে কেএল রাহুল সেঞ্চুরি করেছিলেন। এবার লর্ডস টেস্টের নায়ক হওয়ার সুযোগ ছিল তাঁর সামনে।
কে এল রাহুল প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন। দ্বিতীয় ইনিংসেও তিনি রান করবেন বলে আশা করা হয়েছিল। তবে সেটা হয়নি। চতুর্থ দিনের শেষে রাহুল ব্যাট করছিলেন ৩৩ রানে। লর্ডস টেস্টের শেষ দিনে ৩৯ রানে ফিরে গেলেন তিনি। তার পর একা জাদেজার লড়াই। তিনি অপরাজিত থাকলেন ৬১ রানে। কিন্তু শোয়েব বশিরের বল সিরাজ খেলার পরেও উইকেট ভেঙে দিতেই ভারতের সব আশা শেষ।