ম্যাঞ্চেস্টারে শেষ দিনের শেষ ঘণ্টা ছিল নাটকীয়তায় ভরা। ১৩৮তম ওভারের পর আম্পায়ার ম্যাচ শেষ করার অনুমতি দেন, কারণ নিয়ম অনুযায়ী দুই অধিনায়ক সম্মত হলে শেষ ঘণ্টা শুরু হওয়ার পর খেলা বন্ধ করা যায়। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস সেই অনুযায়ী হাত মিলিয়ে ম্যাচ শেষ করতে চাইলেও, তখন নিজের সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে থাকা জাদেজা তা মানতে রাজি হননি।
advertisement
স্টোকস জাদেজার সঙ্গে হাত মেলাতে এগিয়ে গেলে, জাদেজা তা প্রত্যাখ্যান করেন এবং খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ড তখন হ্যারি ব্রুককে বোলিংয়ে আনলে জাদেজা সুযোগ কাজে লাগান এবং একটি বিশাল ছক্কা হাঁকিয়ে নিজের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। স্টাম্প মাইকে স্টোকসকে বলতে শোনা যায়, “তুমি হ্যারি ব্রুকের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করতে চাও?”
এরপর ওয়াশিংটন সুন্দরও আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজের প্রথম টেস্ট শতরান তুলে নেন। দুই ব্যাটারের দৃঢ়তা ও ধৈর্য ইংল্যান্ডের বোলিং আক্রমণকে ব্যর্থ করে দেয়। অবশেষে দুই দল সম্মত হয়ে ম্যাচটি ড্র করার সিদ্ধান্ত নেয়, যা ভারতের কাছে নৈতিক জয়ের সমান। কিন্তু জাদেজা ও সুন্দরের সেঞ্চুরি আটকানোর জন্য আচরণ স্টোকস করেছেন তা সমালোচনার।
আরও পড়ুনঃ Shubman Gill: ক্রিকেট ইতিহাসে কারও নেই এই বিশ্বরেকর্ড! যা ম্যাঞ্চেস্টারে করে দেখালেন গিল
প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন হ্যারি ব্রুকের বোলিংকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করলেও, জাদেজা ও সুন্দরের সেঞ্চুরিকে সম্পূর্ণ প্রাপ্য ও দৃষ্টিনন্দন বলে অভিহিত করেন। এই ম্যাচ ক্রিকেটপ্রেমীদের জন্য শুধু এক নাটকীয় লড়াই নয়, বরং টেস্ট ক্রিকেটের সৌন্দর্য ও সম্মানের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল।