বেন ফোকসের পরিবর্ত হিসেবে স্যাম বিলিংস ইংল্যান্ডের স্কোয়াডে এসেছেন৷ আইসিসি-র সবুজ সংকেত পাওয়ার পরেই বিলিংস চতুর্থ দিনের খেলা শুরু হওয়ায় পর সরাসরি ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন শামিল হলেন৷ বিলিংস বর্তমানে টি টোয়েন্টি ব্লাস্টে কেন্টের পক্ষ থেকে খেলছিলেন৷ দলের সঙ্গেও যুক্ত হয়ে গেলেন তিনি৷ হেডিংলে টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ড নিজে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে খুইয়ে ১৬৮ রান করেছে৷ আর কিউয়ি দল ইংল্যান্ডের থেকে ১৩৭ রানে এগিয়ে ছিলেন৷ তাদের পাঁচ উইকেট বাকি ছিল৷
advertisement
আরও পড়ুন - Viral News: ভয়ানক আওয়াজ করে ফাটল মেঘ, হু হু করে বেরল জল, বীভৎস ভিডিও ভাইরাল
ফোকস ছাড়া আর কেউ এখনও সংক্রমিত হননি
বেন ফোকস করোনা সংক্রমিত হওয়ার পর ইংল্যান্ডের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে ফোকস ছাড়া আর কোনও ক্রিকেটারের করোনা নেই৷ বাকি সব ক্রিকেটারই করোনা প্রটোকল মানা হচ্ছে৷ প্রয়োজন হলে ক্রিকেটারদের ফের কোভিড ১৯ পরীক্ষা করা হবে৷
এই খবর সামনে এসেছে বেন ফোকস ভারতের বিরুদ্ধে শুরু হতে চলা বার্মিংহ্যাম টেস্টে তাঁর খেলা প্রশ্নের মুখে৷ তবে ইংল্যান্ড শিবির আশা করছে প্রথম টেস্টের আগে তিনি সুস্থ হয়ে গেছে৷
আরও পড়ুন - Tripura News: ‘‘আবার দেখা যদি হল সখা’’, ভোটের ফলের দিনে দেখা হওয়ায় সৌজন্য বিনিময় মাণিক ও সুদীপের
রোহিত শর্মাও করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন
এর আগে ভারতীয় দলে করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন রোহিত শর্মা৷ তাঁকে আইসোলেট করে দেওয়া হয়েছে৷