TRENDING:

Ind vs Eng: রোহিত শর্মার পর ফের করোনা সংক্রমণ, ভারত বনাম ইংল্যান্ড সিরিজে চিন্তার মেঘ

Last Updated:

এর আগে ভারতীয় দলে করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন রোহিত শর্মা৷ তাঁকে আইসোলেট করে দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়েলিংটন: ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ১ জুলাই থেকে বার্মিংহ্যামে প্রথম টেস্ট শুরু৷ কিন্তু সেই টেস্টের ওপর এখন করোনা ভাইরাসের আতঙ্কের কালো মেঘ৷ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা করোনা পজিটিভ হওয়ার পর এবার ইংল্যান্ড শিবিরেও করোনা ভাইরাসের হানা৷ ইংল্যান্ডের উইকেটরক্ষক বেন ফোকস এবার কোভিড ১৯-র শিকার৷ এই কারণে তিনি নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড হেডিংলে টেস্টেও আগামী দিনে আর খেলে উঠতে পারবেন না৷ ফোকস হেডিংলে টেস্টের তৃতীয় দিনে পিঠের স্প্যাসমের কারণে উইকেটকিপিং করে উঠতে পারেননি৷ তাঁর জায়গায় জনি বেয়রস্তো উইকেটকিপিং করেন৷ এরপরে তাঁর করোনা ভাইরাস পরীক্ষা করা হয়৷ এরপরেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে৷
After Rohit Sharma Ben Foakes founds coronavirus positive Sam Billings replacement- Photo-Representative
After Rohit Sharma Ben Foakes founds coronavirus positive Sam Billings replacement- Photo-Representative
advertisement

বেন ফোকসের পরিবর্ত হিসেবে স্যাম বিলিংস ইংল্যান্ডের স্কোয়াডে এসেছেন৷ আইসিসি-র সবুজ সংকেত পাওয়ার পরেই বিলিংস চতুর্থ দিনের খেলা শুরু হওয়ায় পর সরাসরি ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন শামিল হলেন৷  বিলিংস বর্তমানে টি টোয়েন্টি ব্লাস্টে কেন্টের পক্ষ থেকে খেলছিলেন৷ দলের সঙ্গেও যুক্ত হয়ে গেলেন তিনি৷ হেডিংলে টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ড নিজে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে খুইয়ে ১৬৮ রান করেছে৷ আর কিউয়ি দল ইংল্যান্ডের থেকে ১৩৭ রানে এগিয়ে ছিলেন৷ তাদের পাঁচ উইকেট বাকি ছিল৷

advertisement

আরও পড়ুন - Viral News: ভয়ানক আওয়াজ করে ফাটল মেঘ, হু হু করে বেরল জল, বীভৎস ভিডিও ভাইরাল

ফোকস ছাড়া আর কেউ এখনও সংক্রমিত হননি

বেন ফোকস করোনা সংক্রমিত হওয়ার পর ইংল্যান্ডের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে ফোকস ছাড়া আর কোনও ক্রিকেটারের করোনা নেই৷ বাকি সব ক্রিকেটারই করোনা প্রটোকল মানা হচ্ছে৷ প্রয়োজন হলে ক্রিকেটারদের ফের কোভিড ১৯ পরীক্ষা করা হবে৷

advertisement

এই খবর সামনে এসেছে বেন ফোকস ভারতের বিরুদ্ধে শুরু হতে চলা বার্মিংহ্যাম টেস্টে তাঁর খেলা প্রশ্নের মুখে৷ তবে ইংল্যান্ড শিবির আশা করছে প্রথম টেস্টের আগে তিনি সুস্থ হয়ে গেছে৷

আরও পড়ুন - Tripura News: ‘‘আবার দেখা যদি হল সখা’’, ভোটের ফলের দিনে দেখা হওয়ায় সৌজন্য বিনিময় মাণিক ও সুদীপের

advertisement

রোহিত শর্মাও করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এর আগে ভারতীয় দলে করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন রোহিত শর্মা৷ তাঁকে আইসোলেট করে দেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: রোহিত শর্মার পর ফের করোনা সংক্রমণ, ভারত বনাম ইংল্যান্ড সিরিজে চিন্তার মেঘ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল