ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য সোমবার রাতেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। সকলকে চমকে দিয়ে দলে একটি মাত্র পরিবর্তন করেছে ইংল্যান্ড। ৩৫ বছর বয়সী লিয়াম ডসনকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে। চোট পাওয়া শোয়েব বশিরের জায়গায় তাকে দলে নেওয়া হয়েছে। লর্ডস টেস্টে রবীন্দ্র জাদেজার একটি বল ফিল্ড করার সময় বশিরের বাঁহাতের আঙুলে চিড় ধরা পড়ে। যদিও তিনি খেলার সিদ্ধান্ত নেন এবং মহম্মদ সিরাজের শেষ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ২২ রানে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে এখন তার অস্ত্রোপচারের কারমে ছিটকে গিয়েছেন দল থেকে।
advertisement
জ্যাক লিচ, রেহান আহমেদ এবং অলরাউন্ডার জ্যাকব বেথেলের মতো খেলোয়াড়দের টপকে দলে জায়গা করে নিয়েছেন লিয়াম ডসন। মজার বিষয় হল, ইংল্যান্ড আবারও ফাস্ট বোলার গাস অ্যাটকিনসনকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও রিপোর্টে বলা হয়েছে তিনি তার হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন। লর্ডসে ফিরে আসার পর জোফ্রা আর্চার একাদশে নিজের জায়গা ধরে রেখেছেন।
বশ্র বাদ পড়ায় ৩৫ বছর বয়সী ডসনের টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছে। তিনি তার তিনটি টেস্ট ম্যাচের মধ্যে শেষটি জুলাই ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন। কাউন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পর ডসন আবার দলে ফিরেছেন। প্রায় ৮ বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি।
ডসন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা ফর্মে থাকা বোলার। গত তিন বছরে তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২৬.১ গড়ে ১৪৮টি উইকেট নিয়েছেন। বাঁহাতি এই স্পিনার বলকে ফ্লাইট করে আক্রমণাত্মক ভঙ্গিতে বোলিং করেন এবং ব্যাটসম্যানদের ভুল করিয়ে উইকেট নেওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুনঃ IND vs ENG: চতুর্থ টেস্টের আগে বড় খারাপ খবর! সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় তারকা
চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রায়ডন কার্স, এবং জোফ্রা আর্চার।