ইংল্যান্ডের গতিমান বোলার জোফ্রা আর্চার পারিবারিক জরুরির কারণে এজবাস্টনে সোমবার অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি। তাঁকে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য প্লেয়িং ইলেভেনে রাখা হয়নি। আশা করা হচ্ছে, তিনি মঙ্গলবার দলের সঙ্গে পুনরায় যুক্ত হবেন। ডানহাতি এই পেসার পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন না। তাঁকে গত সপ্তাহে ইংল্যান্ড দলে অন্তর্ভুক্ত করা হয়।
advertisement
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সোমবার জানায়, “পেস বোলার জোফ্রা আর্চার পারিবারের জরুরি কারণে ৩০ জুন, সোমবার এজবাস্টনে ইংল্যান্ড টেস্ট দলের অনুশীলন সেশনে থাকবেন না। আশা করা হচ্ছে তিনি মঙ্গলবার দলের সঙ্গে আবার যুক্ত হবেন।” আর্চার গত কয়েক বছর ধরে তাঁর বোলিং হাতে কনুইয়ের চোটে ভুগছেন। তিনি শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন চার বছর আগে ভারতের বিরুদ্ধে আহমেদাবাদে।
সিরিজের দ্বিতীয় টেস্ট বুধবার থেকে এজবাস্টনে শুরু হবে। ইংল্যান্ড এই মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। হেড টু হেড হিসেবে এটি হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ১৩৮তম টেস্ট ম্যাচ। এর আগে ১৩৭টি টেস্টে ভারত ৩৫টি ও ইংল্যান্ড ৫২টি জিতেছে। ৫০টি টেস্ট ড্র হয়েছে। এজবাস্টনে আজ পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ জিততে পারেনি ভারত।
আরও পড়ুনঃ IND vs ENG: দল থেকে বাদ ৩ তারকা! দ্বিতীয় টেস্টে জয়ে ফিরতে ভারতীয় দলে বড় বদল! একের পর এক চমক!
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওক্স, ব্রাইডন কার্স, জোশ টাং, শোয়েব বশির।