TRENDING:

IND vs ENG: গিল ও যশস্বীর ঐতিহাসিক সেঞ্চুরি, লিডসে দিনভর ইংরেজদের 'শাসন' করল ভারত

Last Updated:

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে শুধু টসটাই হেরেছিল ভারতীয় দল। সারা দিনে আর কোনও কিছুই জিততে পারেনি বেন স্টোকসের দল। গোটা দিন ধরে ইংরেজ দলকে ২২ গজে রীতিমত শাসন করলেন ভারতীয় ব্যাটাররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে শুধু টসটাই হেরেছিল ভারতীয় দল। সারা দিনে আর কোনও কিছুই জিততে পারেনি বেন স্টোকসের দল। গোটা দিন ধরে ইংরেজ দলকে ২২ গজে রীতিমত শাসন করলেন ভারতীয় ব্যাটাররা। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শুভমান গিল। ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচেই শতরান করে নজির গড়লেন যশস্বী জয়সওয়ালও। নিজের দাবাং স্টাইলে ব্যাটিং করলেন ঋষভ পন্থও। দিনের শেষে ভারতের স্কোর ৩৫৯ রানে ৩ উইকেট।
News18
News18
advertisement

ম্যাচ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বেন স্টোকস। এই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ায় ইংল্যান্ডের। ওপেনিং জুটিতে ৯১ রানের পার্টনারশিপ গড়ে দলকে ভাল শুরু দেন দুই ওপোনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। দলের ভিত গড়ার পর ৪২ রানে রাহুল সাজঘরে ফেরেন। এরপর ক্রিজে এসে খাতা না খুলেই আউট হন সাই সুদর্শন। পরপর ২ উইকেট হারিয়ে চাপে কিছুটা চাপে পড়ে যায় ভারত।

advertisement

কিন্তু তারপর দলকে শুধু চাপমুক্ত করাই নয়, ম্যাচের রাশ ভারতের হাতে এনে দেয় শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের উপর। ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান দুজন। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন দুজনে। ১৪৪ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন যশস্বী জয়সওয়াল। শতরান করার সময় ১৬টি চার ও একটি ছয় মারেন তিনি। ১২৯ রান যোগ করার পর ভাঙে জুটি। ১০১ রান করে আউট হন জয়সওয়াল।

advertisement

আরও পড়ুনঃ  Yashasvi Jaiswal: ইংরেজদের খাওয়ালেন নাকানিচোবানি! লিডসে দুরন্ত সেঞ্চুরি যশস্বীর, নাম তুললেন ইতিহাসের পাতায়

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

যশস্বী আউট হওয়ার পর ঋষভ পন্থ এসে গিলকে সঙ্গ দেন। ধীরে ধীরে রানের গতিবেগ বাড়ান গিলও। দুরন্ত সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। গিল ও পন্থও শতরানের পার্টনারশিপ করেন। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন পন্থ। নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। দিনের শেষে ১২৭ রানে শুভমান গিল ও ৬৫ রানে অপরাজিত ঋষভ পন্থ। লিডসে প্রথম দিনে শেষে রাশ ভারতের হাতে বলেই মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: গিল ও যশস্বীর ঐতিহাসিক সেঞ্চুরি, লিডসে দিনভর ইংরেজদের 'শাসন' করল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল