ম্যাচ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বেন স্টোকস। এই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ায় ইংল্যান্ডের। ওপেনিং জুটিতে ৯১ রানের পার্টনারশিপ গড়ে দলকে ভাল শুরু দেন দুই ওপোনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। দলের ভিত গড়ার পর ৪২ রানে রাহুল সাজঘরে ফেরেন। এরপর ক্রিজে এসে খাতা না খুলেই আউট হন সাই সুদর্শন। পরপর ২ উইকেট হারিয়ে চাপে কিছুটা চাপে পড়ে যায় ভারত।
advertisement
কিন্তু তারপর দলকে শুধু চাপমুক্ত করাই নয়, ম্যাচের রাশ ভারতের হাতে এনে দেয় শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের উপর। ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান দুজন। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন দুজনে। ১৪৪ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন যশস্বী জয়সওয়াল। শতরান করার সময় ১৬টি চার ও একটি ছয় মারেন তিনি। ১২৯ রান যোগ করার পর ভাঙে জুটি। ১০১ রান করে আউট হন জয়সওয়াল।
যশস্বী আউট হওয়ার পর ঋষভ পন্থ এসে গিলকে সঙ্গ দেন। ধীরে ধীরে রানের গতিবেগ বাড়ান গিলও। দুরন্ত সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। গিল ও পন্থও শতরানের পার্টনারশিপ করেন। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন পন্থ। নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। দিনের শেষে ১২৭ রানে শুভমান গিল ও ৬৫ রানে অপরাজিত ঋষভ পন্থ। লিডসে প্রথম দিনে শেষে রাশ ভারতের হাতে বলেই মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।