ভারত অনূর্ধ্ব-১৯ দল ইতিমধ্যেই তাদের অভিযান শুরু করেছে এবং প্রথম ম্যাচেই শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই হারায়। মার্কিন দল মাত্র ১০৭ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে হেনিল প্যাটেল দুর্দান্ত বোলিং করে মাত্র ১৬ রান দিয়ে পাঁচটি উইকেট নেন। এছাড়া আর এস অম্বরীশ ও খিলান প্যাটেলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা ভারতের বোলিং শক্তিকে স্পষ্ট করে।
advertisement
ব্যাটিংয়ে নেমে ভারত খুব একটা চাপ অনুভব করেনি। অভিজ্ঞান কুন্ডু অপরাজিত ৪২ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। অধিনায়ক আয়ুষ মাত্রে ও বিহান মালহোত্রার অবদানও ছিল গুরুত্বপূর্ণ। ভারত ১১৮ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয়। এই জয় থেকে বোঝা যায়, ভারতের দলটি ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী।
অন্যদিকে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও মোটেও দুর্বল নয়। তারা এশিয়া কাপে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। বিশেষ করে আফগানিস্তানের বিরুদ্ধে তিন উইকেটের রুদ্ধশ্বাস জয় দলের মানসিক শক্তির পরিচয় দেয়। বাংলাদেশ টানা দু’বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে এবং ২০২৪ সালের ফাইনালে ভারতকে হারিয়েছিল, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।
হেড-টু-হেড পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও এই ম্যাচে লড়াই যে সমানতালে হবে, তা বলাই যায়। গ্রুপ বি-এর শীর্ষে ওঠার লক্ষ্যে দুই দলই মরিয়া থাকবে। তাই দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য একটি ম্যাচ, যার প্রভাব পড়বে পুরো টুর্নামেন্ট জুড়েই।
ভারত অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ হেড-টু-হেড:
মোট ম্যাচ – ২৮
ভারত – ২১
বাংলাদেশ – ৬
কোনো ফল হয়নি – ১
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে
মোট ম্যাচ – ৭
ভারত – ৫
বাংলাদেশ – ২
কোনো ফল হয়নি – ০
