TRENDING:

Ind vs Ban: পারল না ভারত, এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিতে রুদ্ধশ্বাস সুপারওভার, সূর্যবংশীরা পারল না, ফাইনালে বাংলাদেশ এ দল

Last Updated:

Ind vs Ban: চমক ও তারকা নামে ভরা ভারতীয় দলের লজ্জাজনক পারফরম্যান্স সুপারওভারে , এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে বাংলাদেশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Ind vs Ban: শুক্রবার দোহায় ভারত এ দলের বিপক্ষে নাটকীয় জয়ের মাধ্যমে এশিয়া কাপ রাইজিং স্টার্টস ২০২৫-র ফাইনালের টিকিট কেটে নিল বাংলাদেশ এ দল। রুদ্ধশ্বাস সেমিফাইনালে ম্যাচ গড়ায় সুপার ওভারে৷ সেখানে বাংলাদেশের বাঘরা মেন ইন ব্লুকে হারিয়ে দেয়৷
ভারতীয় এ দলের হার বাংলাদেশের এ দলের বিরুদ্ধে Photo Courtesy- BCCI/ X Account
ভারতীয় এ দলের হার বাংলাদেশের এ দলের বিরুদ্ধে Photo Courtesy- BCCI/ X Account
advertisement

দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় এ দলের অধিনায়ক জিতেশ শর্মা। কাতারে অনুষ্ঠিত এই আসরের ফাইনালে ওঠার জন্য বাংলাদেশ ভারতকে ১৯৫ রানের টার্গেট দিয়েছিল৷ হাবিবুর রহমান সোহান হাফ সেঞ্চুরি করে দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর এসএম মেহেরব এবং ইয়াসির আলির দুর্দান্ত জুটিতে ইনিংসের শেষ তিন ওভারে পঞ্চাশেরও বেশি রান যোগ করে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানে পৌঁছায়। সোহান ৪৬ বলে ৬৫, মেহেরব ১৮ বলে ৪৮, এবং ইয়াসির আলি ৯ বলে ১৭ রান করেন৷ ভারতীয় বোলারদের মধ্যে সফলতম গুরজাপনীত সিং৷ তিনি সর্বাধিক ২ টি উইকেট পেয়েছেন৷

advertisement

এদিকে জয়ের জন্য প্রয়োজন ১৯৫ রান এই টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ধামাকাই করেছিল ভারতীয় এ দল৷ বৈভব সূর্যবংশী ও প্রিয়াঙ্কশ আর্যা দারুণ ব্যাট করেন৷ বৈভব এদিন ১৫ বলে ৩৮ রান করে৷ তাঁর ইনিংসে ছিল ৪টি ছয় ও ২ টি চার৷ ২৩ বলে ৪৪ করেন প্রিয়াঙ্কশ তাঁর ইনিংসে ছিল ৪ টি চার ও ৩ টি ছক্কা৷ অধিনায়ক জিতেশ শর্মা ২৩ বলে ৩৩ রান করেন৷ সব ক্রিকেটাররাই রান পেলেও যত দ্রুত রান তোলার দরকার ছিল সেই গতিকে নিয়ন্ত্রিত করতে পারছিল বাংলাদেশ৷ ফলে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানই তুলতে পেরেছিল ইন্ডিয়া এ৷ ফলে রান এক হয়ে যাওয়ায় সেমিফাইনালের ম্যাচ পৌঁছে যায় সুপার ওভারে৷

advertisement

সুপার ওভারে ভারতের হার – Photo Courtesy- BCCI/X Account

আরও দেখুন- শীতকালে বাড়িতে গুটিসুটি মেরে থাকে সাপ, তাড়াতে ঘরোয়া টোটকার ঝাঁঝালো গন্ধ

সুপার ওভারে ভারতীয় রাইজিং স্টারসদের পুরোপুরি ফ্লপ শো৷ রিপন মন্ডলের বোলিংয়ের সামনে মাত্র ২ বলে ২টি উইকেট হারায় জুনিয়র ভারতীয়রা৷ অধিনায়ক জিতেশ শর্মা এবং আশুতোষ শর্মা দুজনেই নিজেদের একটি একটি বল খেলে আউট হয়ে যান৷ অধিনায়ক জিতেশ শর্মা বোল্ড হন এবং আশুতোষ শর্মা ক্যাচ আউট হন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে শীত জমে ক্ষীর, পাওয়া যাচ্ছে গরম গরম পাটিসাপটা! মাত্র ১৫ টাকাতেই 'দিলখুশ'
আরও দেখুন

এদিকে ফাইনালের টিকিট পেতে গেলে বাংলাদেশকে সুপার ওভারে করতে হবে মাত্র এক রান এই টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদশও একটি উইকেট হারায়৷ সুয়াশ শর্মার বলে দারুণ ক্যাচ ধরেন অধিনায়ক রমনদীপ সিং৷ কিন্তু দ্বিতীয় বলটি ওয়াইড হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাটে এক রানও না করেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ এ দল৷ এরই সঙ্গে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশের ছোটদের দল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Ban: পারল না ভারত, এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিতে রুদ্ধশ্বাস সুপারওভার, সূর্যবংশীরা পারল না, ফাইনালে বাংলাদেশ এ দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল