ড্রেসিং রুমে বলতে শোনা গিয়েছে অশ্বিনকে “সবার সময় শেষ হয়, এবার আমার পালা”। কিন্তু এক কিছুর মধ্যেও সকলের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আচমকা কেন অবসর নিলেন অশ্বিন। অবসর ঘোষণার পরই বৃহস্পতিবারই দেশে ফিরেছেন ‘প্রফেসর অ্যাশ’। সদ্য় প্রাক্তন কিংবদন্তী স্পিনার এই বিষয়ে মুখ না খুললেও, তাঁর বাবার মন্তব্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
advertisement
বাড়ি ফেরার পর থেকেই সাংবাদিক দিনভর আনাগোনা বেড়েছে অশ্বিনের বাড়িতে। তাঁক বাবা এক একটি ইন্টারভিউতে বলে বসেন,”অবসর নেওয়ার সিদ্ধান্ত ওর ব্যক্তিগত। এই বিষয়ে আমি কিছু বলব না। কিন্তু আমার মনে আচমকা অবসর নেওয়ার সিদ্ধান্তের পিছনে অন্য কোনও কারণ রয়েছে। হতে পারে অপমানিত হয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছে অশ্বিন।”
অশ্বিনের বাবার এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়ে যায় তাহলে কী জোর করে বা অপমানের কারণেই কী অবসর নিয়েছেন অশ্বিন। পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামেন অশ্বিন। বাবার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন তারকা স্পিনার। অশ্বিন বলেন,”আমার বাবা জানে না সংবাদমাধ্যমের সঙ্গে কী ভাবে কথা বলতে হয়। আমি ভাবতে পারিনি আপনারা এই বিষয়ে আমার বাবার সঙ্গে কথা বলবেন। সকলকে অনুরোধ করছি বাবাকে ক্ষমা করে দিন। বাবাকে একা থাকতে দিন।”
আরও পড়ুনঃ Virat Kohli: শীঘ্রই ভারত ছাড়তে চলেছেন বিরাট কোহলি! ‘কোচের’ কথায় বড় ইঙ্গিত!
অশ্বিন ড্যামেজ কন্ট্রোলে নামলেও বিতর্ক ও জল্পনা কিন্তু বন্ধ হয়নি। সংবাদ মাধ্যমের সঙ্গে গুছিয়ে কথা বলার প্রসঙ্গ টেনে অশ্বিনকে বাবার মন্তব্যকে প্রকারন্তরে সমর্থন করলেন? তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে এই সব বিতর্কে না গিয়ে আগামী কয়েক দিন বিশ্রাম নিয়ে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করাই লক্ষ্য তারকা স্পিনারের।