আরও পড়ুন: IPL-এ সবচেয়ে বেশি ক্রিকেটার রিটেন করেছে কোন দল জানেন? সবচেয়ে কমই বা কে!
ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের কাছে তিনটি ম্যাচে টানা হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে পৌঁছানোর আশা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতে জয় প্রয়োজন। যদি ভারত ৪-০ ব্যবধানে সিরিজ জিতে যায়, তাহলে তারা মেগা টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিতে পারে। তবে একটা টুইস্টও রয়েছে৷ হারার পরও ভারতের জন্য দরজা পুরোপুরি বন্ধ হবে না, তবে তাকে অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে।
advertisement
যদি ভারত অস্ট্রেলিয়াতে সিরিজ হারে, তাও তাদের আশা শেষ হয়ে যাবে না। যদি ভারত অস্ট্রেলিয়ায় ২-৩ ব্যবধানে সিরিজ হারেও, তবুও তারা WTC ২০২৩-২৫ ফাইনালে পৌঁছাতে পারে। এমন পরিস্থিতিতে ভারতের জয়ী হওয়ার সম্ভাবনা ৫৩.৫১ শতাংশ থাকবে, যা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পরে দ্বিতীয় অবস্থানে থাকবে।
আরও পড়ুন: ছেড়ে দেওয়া হল ঋষভ পন্থকে! বাংলার এই ক্রিকেটারকে রেখে দিল দিল্লি
ভারতের ফাইনাল যাওয়ার সমীকরণ কী? – ভারতকে দ্বিতীয় স্থানে থাকতে হলে একাধিক সমীকরণের উপর নির্ভর করতে হবে। নিউজিল্যান্ডের পারফরম্যান্সের দিকে নজর রাখতে হবে। আগামী মাসে ইংল্যান্ড দল নিউজিল্যান্ড সফরে যাবে। ইতিমধ্যেই ইংল্যান্ড WTC ফাইনালের দৌড় থেকে বেরিয়ে গিয়েছে। যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায়, তবে নিউজিল্যান্ডেরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। যদি সিরিজ কোনওভাবে ড্র হয়, তাহলে সেটাও ভারতের জন্য উপকারী হবে।
নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে তিনটি টেস্ট ম্যাচের সিরিজের পাশাপাশি ভারতের নজর থাকবে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্ট ম্যাচের সিরিজের উপরও। এই সিরিজও ড্র হলে ভারতেরই লাভ৷