২০১৭ সালের সেই ঐতিহাসিক ইনিংস এখনও ক্রিকেটভক্তদের স্মৃতিতে অমলিন। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১১৫ বলে ১৭১ রানের ঝড়ো ইনিংস খেলে হারমান ভারতকে ফাইনালে তুলেছিলেন। সেই ইনিংস শুধু ম্যাচের ফলই বদলায়নি, বরং মহিলা ক্রিকেটের ভাবমূর্তিতেও বিপুল পরিবর্তন এনেছিল। এবার আবার একই মঞ্চে, একই প্রতিপক্ষের বিপক্ষে সেমিফাইনাল—দেশজুড়ে আশা, হরমন আবারও তেমনই ইনিংস খেলবেন।
advertisement
অস্ট্রেলিয়ার বিপক্ষে হরমানপ্রীতের রেকর্ডই অনেক কিছু বলে দেয়। এখন পর্যন্ত ২৪টি একদিনের ম্যাচে তিনি করেছেন ৭৪৯ রান, যার মধ্যে রয়েছে চারটি অর্ধশতরান ও একটি শতরান। তাঁর সর্বোচ্চ স্কোর ১৭১ রান, গড় ৩৫.৬৬। বোলিংয়ে যদিও তিনি খুব একটা সাফল্য পাননি, মাত্র তিনটি উইকেট তাঁর ঝুলিতে রয়েছে।
বিশ্বকাপে হরমনের পারফরম্যান্স আরও উজ্জ্বল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ৪৪.৬৫ গড়ে রান করেছেন মোট ১০২৭ রান করেছেন এবং নিয়েছেন ৭ উইকেট। বর্তমান টুর্নামেন্টে তিনি এখন পর্যন্ত ৭ ইনিংসে ১৫১ রান করেছেন, যদিও ফর্ম কিছুটা অনিয়মিত। তবু ভারতীয় দর্শক ও সতীর্থরা জানেন—বড় ম্যাচে হরমন সবসময়ই অন্য রূপে হাজির হন।
সেমিফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, হারলিন দিওল, জেমিমা রড্রিগেজ, অধিনায়ক হরমনপ্রীত কউর, দীপ্তি শর্মা, উমা ছেত্রী, অমনজোত কউর, রাধা যাদব, রেণুকা সিং ঠাকুর ও স্নেহ রানা।
