মুম্বই : মহিলা বিশ্বকাপের সেমিফাইনাল। আজ ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরিসংখ্যান কিন্তু ভারতের পক্ষে নয়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের একটাই অ্যাডভান্টেজ, ঘরের মাঠে খেলা। প্লেয়িং কন্ডিশন নিজেদের পক্ষে থাকলেও, এমন বড় মঞ্চে অস্ট্রেলিয়া বরাবর ফেভারিট।
পরিসংখ্যান বলছে, একদিনের ক্রিকেটের ইতিহাসে দুই দলের ৬০ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৪৯টি, এবং সর্বশেষ তিনটি জয়ও তাদেরই নামের পাশে। তবুও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সব হিসেব বদলে যেতে পারে বলে মনে করেন অনেকে। সেই বিশ্বাসই এখন ভারতের ভরসা।
আরও পড়ুন- শ্রেয়স আইয়ারের ক্রিকেট কেরিয়ার কি শেষ? প্লীহায় মারাত্মক চোট পেলে শরীরে কী হয় জেনে নিন
View this post on Instagram
তবে ম্যাচের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়ালেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ পেসার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তার মতে, অস্ট্রেলিয়া হয়তো দুর্দান্ত, কিন্তু অজেয় নয়। ভারতের খেলোয়াড়দের তিনি মনে করিয়ে দেন, “এটা একটা ক্রিকেট ম্যাচ, জীবন-মৃত্যুর প্রশ্ন নয়।” তিনি আরও বলেন, “ভারত যদি ভাবে যে একবার তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাহলে কাল সেই ইতিহাস আবারও লেখা যেতে পারে। হারাতে পারি, এই ভাবনাটাই আসল।” .
রানের পাহাড় গড়ল অস্ট্রেলিয়া। ভারতের সামনে বিশ্বকাপ সেমিফাইনালে ৩৩৮ রানের টার্গেট। অল আউট হল অস্ট্রেলিয়া।
