স্পিনের ভাল প্লেয়াররা একে একে ফিরে গেছেন রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা ও শ্রেয়স আইয়ার৷ এদের স্কোর যথাক্রমে ১২, ২১, ১,৪, ০৷ লিঁও ও কুহেনম্যান ২ টি করে উইকেট নিয়েছেন৷
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল এবং স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ইনদওরের হোলকার স্টেডিয়ামে আজ তৃতীয় টেস্ট খেলতে নামল৷ বর্ডার গাভসকর ট্রফির ৪ ম্যাচের মধ্যে ইতিমধ্যেই ২টি টেস্ট জিতে ভারত ২-০ এগিয়ে রয়েছে৷ বুধবারও ভারতীয় দল টসে জিতেছে৷ টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন৷
advertisement
এদিকে দলের প্রথম একাদশে জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকা সিরিজের অধিনায়ক তথা ওপেনার কেএল রাহুুলের৷ তাঁর বদলে দলে জায়গা করে নিয়েছেন টিমের তরুণ তুর্কি শুভমান গিল৷ এদিকে মহম্মদ শামির বদলে রয়েছেন উমেশ যাদব৷
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের দল -
শুভমান গিল (Subhman Gill), রোহিত শর্মা (Rohit Sharma) (অধিনায়ক), চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyash Iyer), রবিন্দর জাদেজা (Ravindra Jadeja), কেএস ভারত (KS Bharat) , রবিচন্দ্রন অশ্বিন (Ravichandra Ashwin), অক্ষর প্যাটেল (Axar Patel), উমেশ যাদব (Umesh Yadav), মহম্মদ সিরাজ (Mohammed Siraj)৷
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক রোহিতের৷ দেখুন টসের ভিডিও
আসন্ন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারত খেলবে? অন্যদিকে এই টেস্ট জিতে সিরিজে পাল্টা প্রত্যাঘাত দেওয়ার মেজাজে রয়েছে ক্যাঙ্গারু দল। যদিও এটা তার জন্য সহজ হবে না। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় একাদশে ফিরেছেন শুভমান গিল ও উমেশ যাদব।