প্রথম ইনিংসে ৪ রানের লিড পেলেও দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সিডনির উইকেটে ম্যাচ জেতার জন্য কম করে ২৫০ রানের দরকার ছিল। তারউপর সমস্যা হয়ে দাঁড়ায় জসপ্রীত বুমরাহের চোট। দ্বিতীয় দিনে লাঞ্চের পরই মাঠ ছেড়েছিলেন বুমরাহ। তাঁর পিঠের স্ক্যান হয়েছে বলেও জানা গিয়েছে। তৃতীয় দিনে মাঠে ফিরবেন কিনা তা নিয়ে ছিল সন্দেহ। চোটের কারণে শেষ ইনিংসে আর বলা করা হয়নি সিডনি টেস্টে ভারত অধিনায়কের।
advertisement
তৃতীয় দিনে ভারতের ইনিংস আর বেশি দূর এগোয়নি। ১৫৭ রানেই অলআউট হয়ে যায়। ঋষভ পন্থ দ্বিতীয় দিনে ঝোড়ো ৬২ রানের ইনিংস না খেললেও এটুকু রানও হত না ভারতর। এছাড়া সকলেই ব্যর্থ। প্রথম ইনিংসের লিড যোগ করে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ১৬২। তবুও মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার উপর আস্থা রেখেই লড়াইয়ে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষ রক্ষা হল না।
আরও পড়ুনঃ GK: এই দেশটি এক দিনে পুরো পায়ে হেঁটে ঘোরা যায়! কী নাম বলুন তো দেখি? উত্তর আপনার কল্পনার বাইরে
শুরুটা খুব একটা খারাপ হয়নি ভারতের। ৫৮ রানের মধ্যে ৩ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে উসমান খোয়াজা ও ট্রেভিস হেডের পার্টনারশিপে ঘুড়ে দাঁড়ায় ব্যাগি গ্রিনরা। খোয়াজা করেন ৪১ রান। শেষে ব্রিউ ওয়েবস্টারের মারকাটারি ব্যাটিংয়ের সৌজন্যে সহজ জয় পায় অস্ট্রেলিয়া। হেড ৩৪ ও ওয়েবস্টার ৩৯ রানে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার টিকিটও পাকা করে নিল প্যাট কামিন্সরা।