ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে শুরুটা ভালই করেছিল ভারতীয় দল। শুভমান গিল ও অভিষেক শর্মা আক্রমণাত্মক ব্যাটিং করে পাওয়ার প্লে-তেই অর্ধশতরানের পার্টনারশিপ করে ফেলেন। সপ্তম ওভারে ৫৬ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা।
আরও পড়ুনঃ ‘কীভাবে হনুমানজির ট্যাটু তোমাকে সাহায্য করেছে?’, প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাব দিলেন দীপ্তি শর্মা
advertisement
এরপর একদিক থেকে শুভমান গিল থাকলেও অন্যদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। শুভমান গিল ৪৬ রানে আউট হতেই আরও চাপ বাড়ে ভারতীয় ব্যাটিং লাইনে। ভারতীয় ব্যাটিং লাইবে শিবম দুবে ২২, সূর্যকুমার যাদব ২০ করে আউট হন। বড় রান করতে ব্যর্থ তিলক বর্মা, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দররা। পরপর উইকেট হারানোয় রানের গতি কমে ভারতের। শেষের দিকে ১১ বলে ২১ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার মত জায়গায় পৌছে দেন অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়ার টার্গেট ১৬৮।
