বর্ডার-গাভাসকর সিরিজ শুরুর আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। তারপর দ্বিতীয় টেস্টের আগে চোটের কারণে ছিটকে গিয়েছে মিডিয়াম পেসার জস হ্যাজেলউড। এবার অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের ঠিক আগে অনুশীলনে চোট পেলেন অজিদের তারকা ব্যাটার স্টিভ স্মিথ। এমনকী চোটের কারণে নেট ছাড়তেও বাধ্য হন তিনি।
নেটে থ্রো ডাউনে ব্যাটিং অনুশীলন করছিলেন স্টিভ স্মিথ। সেই সময় তাঁকে বল ছুঁড়ছিলেম মার্নাস লাবুশেন। একটি থ্রো ডাউন ডেলিভারি বাজেভাবে লাফিয়ে ওঠে ও স্টিভ স্মিথের গ্লাভসে লাগে। সঙ্গে সঙ্গে দেখা যায় আঙুল নাড়াচ্ছেন স্মিথ। বোঝা যায়, আঙুলে লেগেছে তাঁর। বেশ যন্ত্রণায় ছিলেন অজি তারকা। ফিজিওর কাছেও যান স্মিথ। তারপরই অনুশীলন বেরিয়ে যান স্মিথ।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS 2nd Test: দিন-রাতের টেস্টের আগে বিরাট কোহলির চোট! খেলতে পারবেন না অ্যাডিলেডে? বড় আপডেট
প্রসঙ্গত, স্টিভ স্মিথের চোট কতটা গুরুতর সেবিষয়ে অস্ট্রেলিয়া দলের তরফ থেকে এখনও অবশ্য কিছু যায়নি। তবে স্মিথকে দেখে যথেষ্ট অস্বস্তি ও ব্যথায় কাতর মনে হচ্ছিল। যদি এই চোটের কারণে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে স্টিভ স্মিথ খেলতে না পারে তা অস্ট্রেলিয়ার কাছে বিশাল বড় ধাক্কা হতে চলেছে।