অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে কৃত্রিম আলোতে গোলাপী বলে ব্যাট করে এমনিতেই ব্যাটারদের ক্ষেত্রে অসুবিধাজনক। কিন্তু এবার অ্যাডিলেডে ব্যাটারদের জন্য রীতিমত বদ্ধভূমি তৈরি করা হয়েছে। পিচে যে সাইজের ঘাস রাখা হচ্ছে তা জানলে রীতিমত আঁতকে ওঠার মত। পিচ প্রস্তুতকারক ডেমিয়ান হাউ জানিয়েছেন পিচে ৬ মিলিমিটার ঘাস থাকবে। যা পেসারদের সাহায্যে করবে।
আরও পড়ুনঃ IND vs AUS 2nd Test: পিঙ্ক বল টেস্টে বড় ‘বলিদান’ ভারতের মহাতারকার! মানতে বাধ্য হলেন সময়ের দাবি
advertisement
এখনও পর্যন্ত যা খবর অ্যাডিলেডের উইকেটে ৭ মিলিমিটার পর্যন্ত ঘাস রয়েছে। ম্যাচের আগে তা খানিকটা কেটে ফেলা হবে। তবে অ্যাডিলেডে অজিদের পরিণতি পারথের মত হবে কিনা তা নিয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। গত অস্ট্রেলিয়া সফরে এই অ্যাডিলেডেই দিন-রাতের টেস্টে ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। এবার সেই বদলা নিতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। অজিরা মরিয়া সিরিজে কামব্যাকের জন্য।