এদিন আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ ভারতীয় দলের উইনিং কম্বিনেশন এদিন অবশ্য ভেঙেছেন রোহিত শর্মা৷ দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়ে প্লেয়িং ইলেভেন সাজাল টিম ইন্ডিয়া৷
দেখে নিন দুই দলের প্রথম একাদশ৷
আর আগামি ১৪ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বুধে ভারতের সামনে আফগান চ্যালেঞ্জ।
আরও পড়ুন – Shubman Gill Health Update: এল ভাল খবর, হাসপাতাল থেকে ছুটি, এবার আহমেদাবাদ যাচ্ছেন শুভমান
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও যে বিষয়টি সবথেকে বেশি চিন্তায় রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তা হল দলের টপ অর্ডারের ব্যর্থতা। অস্ট্রেলিয়া ম্যাচে ২ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। খাতাই খুলতে পারেননি রোহিত শর্মা, ঈশান কিশান ও শ্রেয়স আইয়ার।
ওপেনিংয়ে ইনফর্ম শুভমান গিলের না থাকাটা একটু হলেও সমস্যায় ফেলছে দলকে। ডেঙ্গি আক্রান্ত শুভমান গিলের যা পরিস্থিতি তাতে শুধু আফগানিস্তান ম্যাচ নয়, পাকিস্তান ম্যাচেও তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে রোহিতের সঙ্গে ইনিংস শুরু করবেন ঈশানই।