এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিক পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররা। ২০ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় আফগানরা। গুলাবদিন নইবের অর্ধশতরানের সৌজন্যে লড়াই করার মত স্কোর করে আফগানিস্তান। গুলাবদিন নইব ৫৭ রান করে সাজঘরে ফেরেন। ভারতের হয়ে এদিন দলের সর্বোচ্চ ৩টি উইকেট নেন অর্শদীপ সিং। এছাড়া ২টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। এদিনও খাতা না খুলেই সাজঘরে ফেরেন রোহিত। এরপর মারকাটারি ব্যাটিং করেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন তারা। ৫৭ রান জুটিতে যোগ করেন তারা। দলের ৬২ রানের মাথায় ব্যক্তিগত ২৯ রান করে আউট হন কোহলি।
আরও পড়ুনঃ East Bengal: শ্রীনিধিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল, ডার্বিতেই ফয়সালা হবে সুপার কাপের সেমিতে কোন দল
এরপর ম্যাচ জুড়ে শুধুই যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে শো। আফগান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন দুজন তরুণ বাঁ হাতি ব্যাটার। যশস্বী ও শিবমের ঝোড়ে ব্যাটিংয়ের কোনও জবাব ছিল না প্রতিপক্ষের কাছে। ৯২ রানের পার্টনারশিপ করেন তারা। অর্ধশতরান করেন দুজনেই। ৬৮ রান করে আউট হন যশস্বী। জিতেশ শর্মা শূন্য রানে আউট হন। শিবম দুবে ৬৩ ও রিঙ্কু সিং ৯ রানে অপরাজিত থেকে দলতে জয়ের লক্ষ্যে পৌছে দেন।