TRENDING:

আই লিগে এক ধাক্কায় দল সংখ্যা কমে নয়

Last Updated:

বুধবার মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে আই লিগের নয়টি দলের অধিনায়ক ও ট্রফি নিয়ে এসে সাদামাটা উদ্বোধন হয়ে গেল নবম আই লিগের। বারো থেকে নয়। এক মরশুমে আই লিগে দল কমেছে তিনটে। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ ফেডারেশন কর্তাদের কপালে। তারপরেও নির্বিকার দু’হাত তুলে আত্মসমর্পণ করা ছাড়া কিছুই করছেন না এআইএফএফ কর্তারা। আই লিগের নবম সংস্করণে এসে মার্কেটিং-এ গুরুত্ব দিতে চাইছেন কুশল দাস, সুব্রত দত্তরা। তাতে শেষ সময়ে কতটা হাল ফিরবে আই লিগের, সেটা অবশ্য বলা কঠিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বুধবার মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে আই লিগের নয়টি দলের অধিনায়ক ও ট্রফি নিয়ে এসে সাদামাটা উদ্বোধন হয়ে গেল নবম আই লিগের। বারো থেকে নয়। এক মরশুমে আই লিগে দল কমেছে তিনটে। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ ফেডারেশন কর্তাদের কপালে। তারপরেও নির্বিকার দু’হাত তুলে আত্মসমর্পণ করা ছাড়া কিছুই করছেন না এআইএফএফ কর্তারা। আই লিগের নবম সংস্করণে এসে মার্কেটিং-এ গুরুত্ব দিতে চাইছেন কুশল দাস, সুব্রত দত্তরা। তাতে শেষ সময়ে কতটা হাল ফিরবে আই লিগের, সেটা অবশ্য বলা কঠিন।
advertisement

দল কমায় মাথায় হাত ফেডারেশনের ৷ এই মরসুমে ৭২ টি ম্যাচের মধ্যে ৪৫টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। টুর্নামেন্টের পুরস্কার মূল্য বাড়ানো হলেও ফেডারেশন কর্তাদের আটপৌরে চিন্তাভাবনায় আই লিগ যে এবারও হামাগুড়ি দেবে, সেটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
আই লিগে এক ধাক্কায় দল সংখ্যা কমে নয়