তবে এই কীর্তি কোনও আন্তর্জাতিক ম্যাচে করেননি ইফতিকর আহমেদ। পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার আগে এক প্রদর্শনী ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছন পাক তারকা। প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। টস জিতে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে বোলিং করার সিদ্ধান্ত নেন বাবর আজম। প্রথমে ব্যাট করে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ২০ ওভারে ১৮৪ রান করেন। ম্যাচের ১৯ তম ওভারের শেষে গ্ল্যাডিয়েটর্সের স্কোর ছিল ১৪৮।
advertisement
শেষ ওভারে বল করতে আসেন ওয়াহাব রিয়াজ। ওয়াহাব রিয়াজের বলেই ৬ বলে ৬টি ছক্কা মারেন ইফতিকর আহমেদ। ইফতিকর আহমেদ বরাবরই নিজের বিগ হিটের জন্য খ্যাত। এদিন তার একের পর এক বিগ হিটের কোনও জবাব ছিল না ওয়াহাব রিয়াজের। ৪২ বলে অর্ধশতরান পূরণ করেন ইফতিকর আহমেদ। ম্যাচে ৫০ বলে ৯৪ রানের ইনিংস খেলেন পাক তারকা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার শেয়ার করা হয়।
আরও পড়ুনঃ Lionel Messi: কবে বার্সেলোনাতে ফিরছেন তিনি, জানিয়ে দিলেন লিওনেল মেসি
প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দুরন্ত ফর্মে ছিলেন ইফতিকর আহমেদ। খেলেছেন একাধিক ম্যাচ উইনিং ইনিংস। তার বিধ্বংসী ফর্ম যে পাকিস্তান সুপার লিগেও অব্যাহত থাকবে তার আভাস এই প্রদর্শনী ম্যাচে দিয়ে রাখলেন ইফতিকর। প্রদর্শনী ম্যাচ হলেও ৬ বলে ৬টি ছয় মারার রেকর্ড গড়তে পেরে খুশি পাক তারকা। শুধু আফশোস প্রদর্শনী ম্যাচ হওয়ায় তা রেকর্ড বুকে থাকবে না। দেশের জার্সিতেও আগামিতে এই ফর্ম ধরে রাখাই লক্ষ্য ইফতিকরের।