গত ২৩ জুলাই কলকাতা লিগের ম্যাচ ছিল পুলিশ এসি ও রেনবো এসির। ম্যাচে ১-০ এগিয়ে ছিল রেনবো। তীয়ার্ধের যোগ করা সময়ে রেফারি দিন মহম্মদ মোল্লা পেনাল্টি দেয়নি রেনবো এফসিকে। সেই সময় মাথা গরম করে পেলেন দেবজিৎ। রেফারি পর্যবেক্ষক সুব্রত দাসকে শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে দেবজিৎ ঘোষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে দমদমে অমল দত্ত স্টেডিয়ামে। অভিযোগ, প্রথমে সুব্রত দাসের গলা টিপে ধরেন দেবজিৎ। এর রেফারি দেবজিৎকে লাল কার্ড দেখান। তখন আরও রেগে সুব্রতকে মারধর করে বলে অভিযোগ দেবজিতের বিরুদ্ধে।
advertisement
এই ঘটনার রিপোর্ট পাঠানো হয় আইএফএ-র কাছে। এদিন বৈঠকে বসেছিল আইএফএর ডিসিপ্লিনারি অর্থাৎ শৃঙ্খলা রক্ষাকারী কমিটি। আইএফএ-র বৈঠক দৌষী সাব্যস্ত করা হয় দেবজিৎকে। সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দেওয়ার নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে একমাসের মধ্যে জরিমাবার এক লক্ষ টাকা দিতে হবে দেবজিৎ ঘোষকে। টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে না দিলে শাস্তি বাড়িয়ে ২ বছর করে দেওয়া হবে।