এদিকে, শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় টেস্ট দল এক নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের অভিযান। এই চক্রে ভারত মোট ১৮টি টেস্ট ম্যাচ খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের অ্যাওয়ে সিরিজ দিয়ে শুরু হবে যাত্রা। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে প্রতিটিতে ২টি করে ম্যাচ খেলবে। এছাড়াও, ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের হাইভোল্টেজ হোম সিরিজে অংশ নেবে। বিদেশ সফর বলতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষেও ২টি করে টেস্ট খেলবে ভারত।
advertisement
এই সূচি অনুযায়ী ভারতের জন্য এটি হতে যাচ্ছে এক কঠিন ও চ্যালেঞ্জিং সময়। তবে নতুন নেতৃত্ব এবং ঘরোয়া ও বিদেশি কন্ডিশনে ভারসাম্যপূর্ণ সিরিজগুলো ভারতের প্রস্তুতি ও প্রতিদ্বন্দ্বিতা উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও ট্রফি জিততে পারেনি ভারত। এবার ফের একবার অধরা টাইটেল পাওয়াল লক্ষ্যে অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুনঃ IND vs ENG: বৈভব সূর্যবংশীর থেকেও ভয়ঙ্কর ব্যাটার পেয়ে গেল ভারত! ১৩৪ বলে খেললেন ৩২৭ রানের ইনিংস
ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণে কাদের বিরুদ্ধে কটি করে ম্য়াচ খেলবে:
১. ইংল্যান্ডের বিরুদ্ধে: ৫টি
২. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে: ২টি টেস্ট
৩.দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে: ২টি টেস্ট
৪. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে: ৫ ম্যাচের টেস্ট সিরিজ
৫. শ্রীলঙ্কার বিরুদ্ধে: ২টি টেস্ট
৬. নিউজিল্যান্ডের বিরুদ্ধে: ২টি টেস্ট