বর্তমানে লিগ টেবিলের যা অবস্থা তাতে ৫টির মধ্যে ৫টি ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে সবথেকে ভাল অবস্থায় রয়েছে ভারতীয় দল। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেই ছয়ে ছয় হয়ে যাবে টিম ইন্ডিয়ার। একইসঙ্গে ইংল্যান্ড ম্যাচ জিততে পারলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সেমি ফাইনালের টিকিটও ৯৯ শতাংশ নিশ্চিৎ হয়ে যাবে।
ভারত ছাড়া আর যে ৩ দেশের সেমি ফাইনালে যাওয়ার আশা সবথেকে বেশি সেগুলি হল দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ৬টি ম্যাচের মধ্যে ৫ জিতে ১০ পয়েন্ট রয়েছে। নিউজিল্যান্ড ৬টি ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়েছে। আর অস্ট্রেলিয়া শুরুতে পরপর ২টি হারলেও দুরন্তভাবে ঘুড়ে দাঁড়িয়েছে প্রতিযোগিতায়। ৪টি ম্যাচ পরপর জিতে প্রথম চারে উঠে এসেছে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচে অজিদের জয়ের পর ছবিটা আরও পরিষ্কার হয়ে গিয়েছে।
advertisement
অপরদিকে, পয়েন্ট টেবিলের নীচের দিকের দলগুলির কথা বললে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিৎ। এই তালিকায় রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কাও। তবে খাতায় কলমে আফগানদের ও লঙ্কানদের এখনও সুযোগ রয়েছে। তবে তাদের আগামি ম্যাচগুলি সব জিততে হবে।
এছাড়া ইংল্যান্ড, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও পাকিস্তানের কথা বলতে গেলে অঙ্কের জটিল বিচারে একটা সুযোগ থাকলেও তা না থাকার মতনই। কারণ এই দলগুলিকে তাদের আগামি ম্যাচগুলি সব শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের ফলাফলের উপর। তারপরও থাকবে নেট রানরেটের বিষয়। ফলে এটুকু এখনও পর্যন্ত বলা যেতে পারে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সেমিতে যাওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে।