ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরের রাস্তায় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর বাইকে দেখা যায় রোহিত শর্মার ৪৫ নম্বর জার্সি পরিহিত এক ব্যক্তিকে। সামনে ফুড ডেলিভারি অ্যাপের টি-শার্ট পরে বাইক চালাচ্ছেন অপর এক ব্যক্তি। রাস্তার দু ধারে তখন ভারতীয় দলের ম্যাচের আনন্দে ঢাক-ঢোল বাজানোর শব্দ ও ফ্যানেদের উচ্ছ্বস।
advertisement
এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও নেটেজেন লিখেছেন,”জোমাটো রোহিত শর্মাকে ওয়াংখেড়েতে ডেলিভারি করেছে”। কেউ আবার লিখেছেন,”হিটম্যান ভাই নিশ্চউ বড়া পাউ কিনতে গিয়েছিলেন”। অপর এক জন কমেন্ট করেছেন, “জোম্যাটো নিশ্চিত করেছে যে রোহিত এবার ওভারস্পিডে গাড়ি না চালায়।” আরও এক নেটিজেন লেখেন, “এটাই হবে সবচেয়ে বড় অর্ডার”।
প্রসঙ্গত, ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান করে ভারত। শুভমান গিল করেন ৯২ রান, বিরাট কোহলি ৮৮ রান ও শ্রেয়স আইয়ার ৮২ রান করেন। ৩৫৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ শামি ৫টি, মহম্মদ সিরাজ ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি, রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন। ৩০২ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমি ফাইনালে জায়গা পাকা করে নিল ভারত।