২০১১ সালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এবার কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে টানা ছয় ম্যাচ জিতে সাতে সাত করার লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। সেমি ফাইনালের টিকিট কার্যত পাকা। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ১০০ শতাংশ পাকা হয়ে যাবে শেষ চার। অপরদিকে, ৬টির মধ্যে মাত্র ২টি ম্যাচ জিতেছে লঙ্কান লায়ন্সরা। সেমির আশা খুবই কঠিন। তবে অঙ্কের বিচারে যেটুকু আশা রয়েছে তাতে নিজেদের সব ম্যাচ জেতার পাশাপাশি অন্য দলের খেলার ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউসদের।
advertisement
তবে ভারতীয় দল যে ফর্মে রয়েছে তাতে ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ব্যাটিং-বোলিং সব বিভাগেই এখনও পর্যন্ত ৬টি দলকেই রীতিমত দুরমুশ করে সপ্তম ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। ওয়াংখেড়ে ভারতীয় দলে ৩ স্পিনার খেলতে পারে। দলে কামব্যাক করতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ সিরাজকে। এছাড়া শ্রেয়স আইয়রের পরিবর্তে খেলতে পারেন ঈশান কিশান। আরও একবার প্রতিপক্ষকে ডমিনেট করে সেমির টিকিটি পাকা করতে প্রস্তুত ভারতীয় দল।
পিচ রিপোর্ট: ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ব্যাটিং উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে হাইস্কোরিং ম্যাচ হতে পারে মুম্বইতে। তবে ওয়াংখেড়ের স্কোয়ার বাউন্ডারি যেহেতু বড় তাই স্পিনাররা একটু বাড়তি সাহায্য পেতে পারে। তবে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তকেই সঠিক মনে করা হচ্ছে এই মাঠে।
মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান: এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে এই দুই দেশ মুখোমুখি হয়েছে ১৬৭ বার। তারমধ্যে ৯৮ বার জিতেছে ভারত ও ৫৭টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। আর ১১টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসীতভাবে।
এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার / ঈশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ / রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধ শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাউইকরামা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মাহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুষমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।
কখন-কোথায় দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের লাইভ টেলিকাস্ট: ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের টস হবে দুপুর দেড়টায়। খেলা শুরু হবে দুপুর ২টো থেকে। এই ম্যাচ টিভিতে লাইভ দেখতে হলে নজর রাখতে হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে। আর লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।
