মুম্বইতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। দিলসান মদুশঙ্কার বলে রোহিতের উইকেট পড়তেই নিস্তব্ধ হয়ে যায় গোটা ওয়াংখেড়ে। ঘরের ছেলে রান না পাওয়ায় হতাশ দেখায় গোটা স্টেডিয়ামকে। রীতিকা সাজদেকেও দেখা যায় ছোট মুখে।
advertisement
এরপরই ভারতীয় দলের ইনিংসের রাশ ধরেন বিরাট কোহলি ও শুভমান গিল। দুজন মিলে ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যান দলের স্কোর। শুরুর দিকে একটু সমস্যায় পড়লেও, সেট হতেই চেনা ছন্দে ফেরেন কোহলি ও গিল। একের পর এক চোখ ধাঁধানো শট উপহার দান। শতরানের পার্টনারশিপও পূরণ করেন। ব্যক্তিগত অর্ধশতরান করেন দুই তারকা ব্যাটারই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় দলের স্কোর ২৫ ওভারে ১ উইকেটে ১৫১।
প্রসঙ্গত, ওয়াংখেড়ে বৃহস্পতিবার নস্টালজিয়ার সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট প্রেমিরা। এই মাঠেই ১২ বছর আগে এমএস ধোনির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বিশ্বজয় করেছিল টিম ইন্ডিয়া। ২০১১-পর ২০২৩। ফের একবার বিশ্বকাপের মঞ্চে সেই একই মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। ২০১১-র দলের মাত্র ২ জন ক্রিকেটারই রয়েছে বর্তমান দলে। তারা হলেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। আরও একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যে ভারতীয় দল।