তবে এদিনের লড়াই ভারতীয় দলের পক্ষে অন্যান্য দলের মত সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানও দিচ্ছে সেই ইঙ্গিত। একদিনের ক্রিকেট ইতিহাসে যদি আমরা দুই দলের পরিসংখ্যান দেখি সেখানে এগিয়ে প্রোটিয়ারা। এখনও ওডিআই ক্রিকেটে ৯০টি ম্যাচ খেলা হয়েছে দুই দেশের। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০টি ম্যাচ ও ভারত জিতেছে ৩৭টি। ৩টি ম্যাচ অমীমাংসীত।
advertisement
শুধু একদিনের ক্রিকেটে নয়, ওডিআই বিশ্বকাপেও দুই দলের পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে সেখানেও এগিয়ে প্রোটিয়ারা। পাঁচবারে সাক্ষাতে ৩ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা ও ২ বার ভারত। তবে ১৯৯২, ১৯৯৯ এবং ২০১১ সালে পরপর জিতেছিল প্রোটিয়ারা। শেষ দুটি সাক্ষাতে ২০১৫ ও ২০১৯ সালে জয়ের হাসি হেসেছিল ভারত। এবার টিম ইন্ডিয়ার টার্গেট হ্যাটট্রিক।
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা সাত ম্যাচে ৬টি জয় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। রবিবাসরীয় ইডেন গার্ডেন্স ঠিক করে দেবে কারা হবে লিগ টপার।