হার্দিক পান্ডিয়ার বদলে বিশ্বকাপে ভরতীয় দলে সুযোগ পেলেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। তালিকায় অক্ষর প্যাটেল, শিবম দুবেদের মত অলরাউন্ডারের নাম থাকলেও শেষ পর্যন্ত প্রসিদ্ধ কৃষ্ণার উপরই আস্থা রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন এই ডান হাতি পেসার।
বিশ্বকাপের আগেই চোট সারিয়ে ভারতীয় দলে কামব্যাক করেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। সেই সিরিজেও ভাল বোলিং করেছিলেন প্রসিদ্ধ। এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৭টি এক দিনের ম্যাচ খেলেছেন। ২৯টি উইকেট আছে তাঁর। বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পেলে সেরাটা দিতে তৈরি প্রসিদ্ধ কৃষ্ণা।
advertisement
প্রসঙ্গত, বাংলাদেশ ম্যাচে বোলিং করার সময় চোট পান হার্দিক পান্ডিয়া। মাঠেই যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। চিকিৎসার জন্য হার্দিককে পাঠানো হয়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। পরে জানা যায় গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে হার্দিকের। বিশ্বকাপে শেষের দিকে হার্দিককে পাওয় যাবে বলে আশা ছিল। কিন্তু গোড়ালির চোট থেকে এত সহজে মুক্তি পাচ্ছেন না তারকা অলরাউন্ডার। এবারের মত বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হল হার্দিকের।