ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ঘিরে বাণিজ্য নগরী বর্তমানে ক্রিকেট জ্বরে কাবু। ওয়াংখেড়ের একটি টিকিটের জন্য হাহাকার। ভারতের জয় দেখার অপেক্ষায় ১৪০ কোটির দেশ। তবে এমন একটি সমীকরণ রয়েছে যেখানে ম্যাচ না খেলেই ফাইনালে চলে যেতে পারে ভারত। আর সেমি থেকেই বিদায় নিতে হবে গত বিশ্বকাপের রানার্সআপরা।
এবার প্রশ্ন হল কীভাবে বিনা খেলেই ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে বৃষ্টি হতে হবে ওয়াংখেড়েতে। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। ওয়াংখেড়েতে যদি বৃষ্টির কারণে বুধবার ম্যাচ না হলেও বৃহস্পতিবার হবে খেলা। কিন্তু যদি ২ দিনই বৃষ্টির কারণে খেলা না হয় তখনই সরাসরি ফাইনালে পৌছে যাবে ভারত।
advertisement
আইসিসির নিয়ম অনুযায়ী বৃষ্টির কারণে দুই দিন খেলা ভেস্তে গেলে তখন লিগ টেবিলে যে দল বেশি ভাল জায়গায় ছিল তারা চলে যাবে ফাইনালে। আর ভারত লিগ পর্বে ৯টি ম্যাচে ১০০ শতাংশ জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে সেমিতে পৌঁছেছে। সেখানে নিউজিল্যান্ড ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে সেমিতে পৌঁছেছে। সেই কারণেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে চলে যাবে ভারত।
আরও পড়ুনঃ IND vs NZ Semi Final: সেমিফাইনালে ভয়ে আছেন বিরাট কোহলি! কিন্তু কারণটা কী, জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, ২০১১ সালে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। দীর্ঘ এক যুগ পর ফের একবার সেই ওয়াংখেড়ে এবার ভারতের সামনে বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি। জয় দেখার অপেক্ষায় ১৪০ কোটির দেশ।