ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করে ইংল্যান্ড। জো রুট, অধিনায়ক জস বাটলার ও জনি বেয়ারস্টো ছাড়া কোনও ইংল্যান্ড ব্যাটার সেভাবে দাগ কাটতে ব্যর্থ হয়।ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন জো রুট। এছাড়া বাটলারের ৪৩ ও বেয়ারস্টোর ৩৩ রান ছাড়া তেমন কোও উল্লেখযোগ্য ইনিংস নেই। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ম্যাট হেনরি।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়ন নিউজিল্যান্ডের। ১০ রানে প্রথম উইকেট পড়ে। এরপর গোটা ম্যাচ জুড়ে শুধু ডেভন কনওয়ে ও রাচিন রাবীন্দ্র শো। অনবদ্য ব্যাটিং করেন দুই তরুণ ব্যাটার। শতরান করেন উভয়ই। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ২৭৩ রানের রেকর্ড পার্টনারশিপ করে দলকে জয় এনে দেন। ১৫২ রান করে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে ও ১২৩ রানে অপরাজিত থাকেন রাচিন রবীন্দ্র।
ম্যাচের পাশাপাশি আরও একটি বিষয় নজর কাড়ে তা হল আহমেদাবাদ স্টেডিয়ামে ফাঁকা মাঠ। বিশ্বকাপে প্রথম ম্যাচ তাও আবার গতবারের দুই ফাইনালিস্ট দল। ফলে ম্যাচ ঘিরে দর্শদের মধ্যে আলাদা উন্মাদনা প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু কার্যত ফাঁকা মাঠ অবাক করে সকলকেই।