বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার মহিলা দল বরাবর ভারতের কাঁটা। তা সে ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনাল হোক ও আর গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ফাইনাল। তবে এই অস্ট্রেলিয়ার দলকেও যে হারানো যায় সেই কথাই বললেন রিচা ঘোষ। তিনি বলেছেন, ‘এমন নয় যে, আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি না। আমরা অবশ্য়ই অস্ট্রেলিয়াকে হারাতে পারি। অতীতেও হারিয়েছি। ভারতের মাটিতে গত সিরিজেও ওদের হারিয়েছি। নিঃসন্দেহে অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল। তবে ওদের আমরা হারাতে পারি।’
advertisement
পাশাপাশ শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে যে ভারত আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে সেই বার্তাও দিয়েছেন রিচা ঘোষ। প্রথমে ব্যাট বা বল করলে কী লক্ষ্য থাকবে তাও জানিয়েছেন রিচা। বলেছেন,"আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব। পিচ কেমন হবে আমরা জানি না। আগে ব্যাট করলে ১৮০ রান তুলতে হবে আমাদের। আর অস্ট্রেলিয়া আগে ব্যাট করলে ওদের ১৪০-১৫০ রানের মধ্যে আটকে রাখতে হবে।" পাশাপাশি অনুশীলনে অস্ট্রেলিয়া দলের দুর্বলতা নিয়েও যা দল রণনীতি তৈরি করেছে তা জানিয়েছেন রিচা। তবে পরিকল্পনা স্বাভাবিকভাবেই খোলাসা করেননি।
আরও পড়ুনঃ Lionel Messi: আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না মেসিকে! বড় সিদ্ধান্ত নিতে হতে পারে বিশ্বজয়ীকে
ভারতীয় মহিলা দলের সম্ভাব্য একাদশ: স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, জেমাইমা রড্রিগেজ, হরমনপ্রীত কউর / হার্লিন দেওল, দেবীকা বৈদ্য, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), শিখা পাণ্ডে, পুজা বস্ত্রকর / অঞ্জলি শর্বাণী, রেণুকা সিং, রাজেশ্বরী গায়কোয়ার।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: বেথ মুনি (উইকেটকিপার), মেগ ল্যানিং (অধিনায়ক), গ্রেস হ্যারিস, তাহিলা ম্যাকগ্রা, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং, মেগান স্কাট, অ্যালিসা হেলি, ডার্সি ব্রাউন ও জর্জিয়া ওয়ারহ্যাম।