শনিবার ২ উইকেট হারিয়ে ব্যাট করছিল ভারতীয় দল। সেই সময় ক্রিজে ছিলেন জুনিয়ার টিম ইন্ডিয়ার অধিনায়ক উদয় সাহারান ও আদর্শ সিং। বাংলাদেশের বোলার আরিফুল ইসলামের সঙ্গে ঝামেলা বাধে উদয়ের। ভাইরাল ভিডিওতে দেখা যায় উদয়ে সাহারানের দিকে তেড়ে যান আরিফুল। উদয়ও আরিফুলের দিকে তেড়ে গিয়ে ধাক্কা দেন।
ঝামেলার সূত্রপাত আরিফুলের সেলিব্রেশনকে কেন্দ্র করে। ভারতীয় ব্যাটারদের আউট করার আঙুল উচিয়ে তাদের সাজঘরে যাওয়ার ভঙ্গিমায় সেলিব্রেশন করছিলেন আরিফুল। সেটি ভালভাবে নেন অধিনায়ক উদয় সাহারান। তারপরই ঝামেলার সূত্রপাত। পরে আম্পায়ার এসে পরিস্থিতি শান্ত করে। তবে মাঠে গরমা-গরম পরিস্থিতি বজায় থাকে বেশি কিছু সময়।
advertisement
আরও পড়ুনঃ এক বউয়ে খুশি নয় এই গ্রামের পুরুষরা! শুধুই যৌনতা না অন্য কারণ! জানলে অবাক হবেন
প্রসঙ্গত, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে ভারত। আদর্শ সিং ৭৬ ও উদয় সাহারান খেলেন ৬৪ রানের ঝকঝকে ইনিংস। রান তাড়া করতে নেমে মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৪টি উইকেট নেন সাউমি কুমার পাণ্ডে। ৮৪ রানের বড় জয় পায় জুনিয়র টিম ইন্ডিয়া।