আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাবরের কৌশল কেমন হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন এই বাঁহাতি ব্যাটার। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় ভারত ও পাকিস্তানের প্রস্তুতি ম্যাচের পারফরম্যানস তুলনা করে বাট বলেছেন, ‘ভারত প্রস্তুতি ম্যাচগুলো ভালোভাবেই কাজে লাগিয়েছে। প্রতিটা খেলোয়াড়ই সুযোগ পেয়েছে। এমনকি তারা আইপিএলেও ভাল খেলেছে। কিন্তু বাবর কী করেছে? খেলোয়াড়দের ঠিকঠাক পজিশনে খেলানো অথবা ঠিকমতো সুযোগই দেয়নি।’
advertisement
পাকিস্তানের বর্তমান অধিনায়ককে উদ্দেশ্য করে এই বাঁহাতি ব্যাটসম্যান আরও বলেছেন, ‘তুমি (বাবর) আর রিজওয়ান যদি তাড়াতাড়ি ড্রেসিংরুমে ফিরে যাও, তাহলে ব্যাপারটা কেমন হবে? নতুন কাউকে এসে নতুন বল মোকাবিলা করা তো কষ্টসাধ্য হবে। তুমি দলের অধিনায়ক। খেলোয়াড়দের এখনি যদি ঠিকঠাকভাবে কাজে না লাগাও, তাহলে কবে কাজে লাগাবে? আমি এমন কৌশলের কোনো মানে খুঁজে পাচ্ছি না।’
সালমান বাট মনে করেন ভারত এই ম্যাচে পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে থেকে শুরু করবে সেটা বোঝার জন্য ক্রিকেট পন্ডিত হওয়া দরকার পড়ে না। কিন্তু পাকিস্তান মাঠে নামার আগে যেন মানসিক লড়াইয়ে পিছিয়ে না যায়। পাকিস্তানের ব্যাটিং মূলত বাবর আজম, রিজওয়ান এবং ফখর জামানদের ওপর নির্ভরশীল। এটা পাকিস্তানের সবচেয়ে বড় দুর্বলতা মনে করেন প্রাক্তন ওপেনার।
পাশাপাশি বোলিং বিভাগে শাহিন আফ্রিদি এবং শাদাব খানদের বাড়তি দায়িত্ব নিতে হবে পরিষ্কার জানিয়েছেন তিনি। ভারতের প্রথম তিন জন ব্যাটসম্যান এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা মনে করেন বাট। এদের মধ্যে অন্তত একজন যদি ১৫ ওভার টিকে যায়, তাহলে পাকিস্তানের কপালে দুঃখ আছে মনে করেন সালমান বাট।