TRENDING:

ICC T20 World Cup: রাজাপক্ষে ও আসালঙ্কা বাংলাদেশের আশায় ঢালল জল, জিতল শ্রীলঙ্কা

Last Updated:

টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) যোগ্যতা অর্জনপর্বের ধাপ পেরিয়ে সুপার ১২ -র প্রথম ম্যাচে ঝকঝকে পারফরম্যান্স বাংলার বাঘেদের৷ কিন্তু আসালঙ্কার ৮০ ও রাজাপক্ষের ৫৩ একেবারে বাংলাদেশের বোলতি বন্ধ করে দিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে হার- সেটাই যেন আই ওপেনার হয়ে গেল বাংলাদেশের এমনটা যখন মনে হচ্ছিল তখনই ম্যাচ বার করে নিয়ে গেল শ্রীলঙ্কা৷ ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে গেল শ্রীলঙ্কা৷  টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) যোগ্যতা অর্জনপর্বের ধাপ পেরিয়ে সুপার ১২ -র প্রথম ম্যাচে ঝকঝকে পারফরম্যান্স বাংলার বাঘেদের৷ কিন্তু আসালঙ্কার ৮০ ও রাজাপক্ষের ৫৩ একেবারে বাংলাদেশের বোলতি বন্ধ করে দিল৷  রবিবাসরীয় ব্লকবাস্টারে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের আগেই সোজা কথায় জল গরম করে দিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) ৷
ICC T20 World Cup:  Bangladesh looses against Sri Lanka in Super 12
ICC T20 World Cup: Bangladesh looses against Sri Lanka in Super 12
advertisement

টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) ম্যাচে ১৬ বলে ১৬ রান করে লিটন দাস (Liton Das) প্যাভিলিয়নে ফেরেন৷

প্রথম আঘাতটা করেন কুমারা৷ কুমারার বলে একটু বেশি ক্রিয়েটিভ শট খেলতে গিয়ে আউট হন লিটন৷ কিন্তু বিশ্বকাপের ম্যাচ উত্তেজনা একটু বেশিই ছিল৷ লিটন ও কুমারার মধ্যে প্রথমে কথা বিনিময় হয়, তারপর লিটন দাস কুমারার দিকে এগিয়ে যান৷ তাঁদের দূরে সরিয়ে দেওয়া হয়৷ আসরে নামেন অন্য ওপেনার মহম্মদ নইম৷ তিনিও কুমারাকে কনুই দিয়ে ঠেলেন৷

advertisement

এরপর অবশ্য শাকিবও (Shakib Al Hasan) বেশিক্ষণ ক্রিজে টেকেননি৷ বাংলাদেশি অলরাউন্ডারের অবদান ৭ বলে ১০ রান৷ তাঁর উইকেট নেন করুণারত্নে৷ কিন্তু মুশফিকুর রহিমের (Mushfiqur Rahim) সঙ্গে জুটি বেঁধে মহম্মদ নইম  (Mohammad Naim )

advertisement

বাংলাদেশকে এক মজবুত রানের ভিত দেন৷ ৫২ বলে ৬২ রান করেন নইম৷ তাঁর ইনিংস সাজানো ৬ টি চার দিয়ে৷ অন্যদিকে মুশফিকুর ৩৭ বলে ৫৭ রানের এক ধামাকা ইনিংস খেলেন৷ তাঁর ইনিংস সাজানো পাঁচটি চার ও দুটি ছয় দিয়ে৷

নইম ফার্নান্দোর শিকার হলেও মুশফিকুর রহিম অপরাজিত থাকেন৷ আতিফ হুসেন ৭ রান করে রানআউট হন৷ অধিনায়ক মহম্মদুল্লা ১০ রান করেন৷

advertisement

এদিকে রান তাড়া করতে নেমে  শুরুতেই কুশল পেরেরার উইকেট খুইয়ে ধাক্কা খায় শ্রীলঙ্কা৷ উইকেট নেন নওসম আহমেদ৷ ২১ বলে ২৪ রান করা নিশঙ্কাকে আউট করেন শাকিব আল হাসান৷  এরপর ছারিথ আসালঙ্কা এবং ভানুকা রাজাপক্ষে শ্রীলঙ্কার দিকে ম্যাচ ঘুরিয়ে নেন৷ মাঝে অবশ্য ব্যাট হাত ফ্লপ আভিস্কা ফার্নান্দো ও ডিসিলভা৷

এদিন আসালঙ্কা এদিন নিজের ইনিংসে ৫ টি চার ও ৫ টি ছয় মারেন৷ রাজাপক্ষে ৩টি চার ও ৩ টি ছয় মারেন৷ ফলে বাংলাদেশের মুখ থেকে জয়ের গন্ধ ছিনিয়ে জয় দিয়ে সুপার ১২ শুরু করল শ্রীলঙ্কা৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: রাজাপক্ষে ও আসালঙ্কা বাংলাদেশের আশায় ঢালল জল, জিতল শ্রীলঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল