পিসিবি কর্তারা নিশ্চয়তা দিতে পারছেন না। এক মুখপাত্র বলেছেন, ভারত সফরের জন্য সরকারের অনুমতি প্রয়োজন আমাদের। ভারতের কোথায় কোথায় আমরা যেতে পারি সেই সিদ্ধান্তও সরকার নেবে। পাক সরকারের অনুমতি এবং পরামর্শ ছাড়া বিশ্বকাপে অংশগ্রহণ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত তাঁরা নিতে পারবেন না বলেও জানিয়েছেন। তিনি আরও বলেছেন, সপ্তাহ দুয়েক আগে আইসিসি সম্ভাব্য সূচি প্রকাশ করেছিল।
advertisement
আমাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। সেই সময়ের সঙ্গে এখনকার পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।ক্রীড়াবিদদের পাঠানো কতটা নিরাপদ, তা প্রথমে খতিয়ে দেখে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। তাদের রিপোর্টের উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয় অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক। বাবরদের এক দিনের বিশ্বকাপ খেলা এখন বিদেশ মন্ত্রকের বিবেচনাধীন।
পিসিবি কর্তারা জানিয়েছিলেন, চূড়ান্ত সূচি না দেখে পাক বিদেশ মন্ত্রক কোনও সিদ্ধান্ত নেবে না। স্বভাবতই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইসলামাবাদের সবুজ সঙ্কেত এখনও নেই পিসিবির কাছে। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক, ভারতের রাজনৈতিক পরিস্থিতি, ক্রিকেটারদের নিরাপত্তা— সব কিছুই পর্যালোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়ার আগে।
তবে আইসিসি নিশ্চিত পাকিস্তান ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত ভারতে দল পাঠাবে। বিশ্বকাপের মতো হাই প্রোফাইল টুর্নামেন্টে পাকিস্তান দল পাঠাবে না এর ফলে যে আর্থিক ক্ষতি তাদের ওপর নেমে আসবে, সেটা বহন করার ক্ষমতা নেই তাদের। তাই পিসিবি মুখেই হুমকি দিচ্ছে। দল পাঠাতে বাধ্য তারা।