TRENDING:

Pakistan cricket: বিশ্বকাপে পাকিস্তান কি খেলতে আসবে ভারতে? সবুজ সংকেত দেয়নি ইসলামাবাদ

Last Updated:

বিশ্বকাপের মতো হাই প্রোফাইল টুর্নামেন্টে পাকিস্তান দল পাঠাবে না এর ফলে যে আর্থিক ক্ষতি তাদের ওপর নেমে আসবে, সেটা বহন করার ক্ষমতা নেই তাদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে তারা ভারতে দল পাঠাবে কিনা নিশ্চিত নয় এখনও। ব্যাপারটা নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। ইসলামাবাদের সবুজ সংকেত নেই তাদের কাছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তিনটি আর্জিই মানা হয়নি। তা হলে কি এক দিনের বিশ্বকাপ খেলবেন বাবর আজ়মরা?
বিশ্বকাপে পাকিস্তানের আসা নিয়ে নতুন নাটক!
বিশ্বকাপে পাকিস্তানের আসা নিয়ে নতুন নাটক!
advertisement

পিসিবি কর্তারা নিশ্চয়তা দিতে পারছেন না। এক মুখপাত্র বলেছেন, ভারত সফরের জন্য সরকারের অনুমতি প্রয়োজন আমাদের। ভারতের কোথায় কোথায় আমরা যেতে পারি সেই সিদ্ধান্তও সরকার নেবে। পাক সরকারের অনুমতি এবং পরামর্শ ছাড়া বিশ্বকাপে অংশগ্রহণ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত তাঁরা নিতে পারবেন না বলেও জানিয়েছেন। তিনি আরও বলেছেন, সপ্তাহ দুয়েক আগে আইসিসি সম্ভাব্য সূচি প্রকাশ করেছিল।

advertisement

আমাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। সেই সময়ের সঙ্গে এখনকার পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।ক্রীড়াবিদদের পাঠানো কতটা নিরাপদ, তা প্রথমে খতিয়ে দেখে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। তাদের রিপোর্টের উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয় অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক। বাবরদের এক দিনের বিশ্বকাপ খেলা এখন বিদেশ মন্ত্রকের বিবেচনাধীন।

পিসিবি কর্তারা জানিয়েছিলেন, চূড়ান্ত সূচি না দেখে পাক বিদেশ মন্ত্রক কোনও সিদ্ধান্ত নেবে না। স্বভাবতই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইসলামাবাদের সবুজ সঙ্কেত এখনও নেই পিসিবির কাছে। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক, ভারতের রাজনৈতিক পরিস্থিতি, ক্রিকেটারদের নিরাপত্তা— সব কিছুই পর্যালোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়ার আগে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে আইসিসি নিশ্চিত পাকিস্তান ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত ভারতে দল পাঠাবে। বিশ্বকাপের মতো হাই প্রোফাইল টুর্নামেন্টে পাকিস্তান দল পাঠাবে না এর ফলে যে আর্থিক ক্ষতি তাদের ওপর নেমে আসবে, সেটা বহন করার ক্ষমতা নেই তাদের। তাই পিসিবি মুখেই হুমকি দিচ্ছে। দল পাঠাতে বাধ্য তারা।

বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan cricket: বিশ্বকাপে পাকিস্তান কি খেলতে আসবে ভারতে? সবুজ সংকেত দেয়নি ইসলামাবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল