উৎসবের দিনে কলকাতায় বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তার কারণ ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে থাকে কলকাতা পুলিশ। উৎসবের দিন ম্যাচ আয়োজন হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে একটা জটিলতা তৈরি হতে পারে বলে মনে করা হয়েছে। দিন কয়েক আগেই সিএবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন লালবাজারের আধিকারিকরা।
advertisement
সূত্রের খবর, সেই বৈঠকেই ১২ নভেম্বর ইডেনে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচের দিন নিরাপত্তা সংক্রান্ত জটিলতা হতে পারে বলে সিএবি কর্তাদের জানানো হয়েছিল। এমনকি ম্যাচটি রি-শেডিউলড করার জন্যও বলা হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল-সহ মোট পাঁচটি ম্যাচের আয়োজন হবে ইডেনে। দুর্গাপুজোর কথা মাথায় রেখে ইডেনের ম্যাচগুলি বাঙালির প্রিয় উৎসবের পরেই দেওয়া হয়েছিল।
৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হলেও ইডেনে প্রথম ম্যাচ রয়েছে ২৮ অক্টোবর। বাকি চারটি ম্যাচের দিনক্ষণ নিয়ে কোনও সমস্যা না থাকলেও ১২ নভেম্বরে পাকিস্তানের ম্যাচ আয়োজন করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কালীপুজোর দিন প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা কঠিন হতে পারে লালবাজারের পক্ষে। পুলিশের আপত্তির পর মাথায় হাত সিএবি কর্তাদের। বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে পুলিশকে অনুরোধ করা হয়েছে যাতে ম্যাচটি ১২ তারিখেই করা যায়। তবে ইতিমধ্যেই কর্তারা ভাবনা চিন্তা করছেন বিসিসিআই-কে তাঁরা বিষয়টি জানাবেন।
তবে প্রশ্ন হচ্ছে ইতিমধ্যেই ভারত পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে নিয়ে আসার জন্য বিশ্বকাপের সম্পূর্ণ সূচিতে প্রভাব পড়তে চলেছে। সূচি অনুযায়ী, আমদাবাদে ১৫ অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে। তবে নবরাত্রির জন্য ম্যাচটি একদিন এগিয়ে আনা হবে বলে খবর। এখনও পর্যন্ত যা খবর, ১৪ অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচটি আয়োজন করা হবে।
তবে একটা ম্যাচ পরিবর্তন করার জন্য বেশ কয়েকটি ম্যাচের দিন পরিবর্তন করতে হচ্ছে। কারণ অক্টোবর মাসে ১২ তারিখের একটি ম্যাচ ছিল পাকিস্তানের। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার কথা পাকিস্তানের। ১২ অক্টোবরের বদলে সেই ম্যাচ হবে ১০ অক্টোবর। ১৪ অক্টোবরের সূচিতে ইতিমধ্যেই দু’টি ম্যাচ রয়েছে। ওই দিন চেন্নাইতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ও দিল্লিতে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ রয়েছে। সম্প্রচারের সমস্যা এড়াতে বদলানো হতে পারে দিল্লির ম্যাচের দিন। তবে সরকারি ভাবে এখনও ঘোষণা করেনি আইসিসি।
এসবের মধ্যেই নতুন করে জটিলতা তৈরি হয়েছে ইডেনের পাকিস্তানের ম্যাচ নিয়ে। শেষ পর্যন্ত এই ম্যাচটার দিনও যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে ম্যাচটি কবে হবে? তা নিয়েই থাকছে একাধিক প্রশ্ন। তবে সূত্রের খবর ম্যাচ পরিবর্তনের করার জন্য বোর্ডকে ইতিমধ্যেই জানিয়েছে সিএবি।