আজও কি বৃষ্টি ভোগাবে সেমি ফাইনাল? আপামর ক্রিকেট বিশ্বের মাথাব্যথা এখন ম্যাঞ্চেস্টারের আবহাওয়া৷ আজও সকাল থেকেই মেঘলা ম্যাঞ্চেস্টারের আকাশ৷ আবহাওয়া অফিসের পূর্বাভাস, সকালের দিকে বৃষ্টি হতে পারে৷ বিশেষ করে ভোর ৪টে থেকে শুরু হবে বৃষ্টি৷ সারাদিনই মেঘ থাকবে ম্যাঞ্চেস্টারের আকাশে৷ ফলে ঝেঁপে বৃষ্টি যে কোনও সময়ই নামতে পারে৷
advertisement
স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলতে নামবে নিউজিল্যান্ড৷ স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টার মধ্যে বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে৷ দুপুর ১টার পরে আকাশ খুব পরিষ্কার না-হলেও, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বিকেল ৫টা পর্যন্ত৷ সন্ধ্যায় ফের বৃষ্টি হবে৷ ম্যাঞ্চেস্টারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷
রিজার্ভ ডে কী ভাবে কাজ করে?
আগের দিন ঠিক যে জায়গায় ম্যাচ থেমেছে, রিজার্ভ ডে-তে ঠিক সেই জায়গা থেকেই ম্যাচ শুরু হবে৷ যদি ম্যাচ টাই হয়, সে ক্ষেত্রে সুপার ওভার হবে৷ সেই ওভারেই হার-জিতের ফয়সালা হবে৷
আজও যদি বৃষ্টি হয়?
আজ যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তা হলে অ্যাডভান্টেজ ভারত৷ যেহেতু লিগ তালিকায় শীর্ষে রয়েছে বিরাটের দল৷ সরাসরি ফাইনালে উঠে যাবে ভারত৷
যদি ফাইনাল ম্যাচের দিনও বৃষ্টিতে খেলা ভেস্তে যায়?
যদি ফাইনাল ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায়, তা হলে রিজার্ভ ডে-তে ম্যাচ হবে৷ রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টির জেরে ম্যাচ ভেস্তে যায়, তা হলে বিশ্বকাপ দুই ফাইনালিস্টের মধ্যে ভাগ করে দেওয়া হবে৷
যদি ফাইনাল অমীমাংসিত হয়?
তা হলে সুপার ওভার হবে৷