আরও পড়ুন: চ্যাম্পিয়ন হয়ে শামির মাকে প্রণাম কিং কোহলির, আবেগঘন মুহূর্তে ভাসল দুবাই স্টেডিয়াম মুহূর্তে
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অন্যান্য পরিবারের সদস্যদের মতো উপস্থিত ছিলেন রোহিত পত্নী ঋতিকা সজদেও এবং তাঁদের কন্যা সামাইরা। গোটা ম্যাচেই ভারতের জন্য গলা ফাটাচ্ছিলেন তাঁরা। এরপরে অবশেষে ভারত জিতে যায়, আর নিজেকে ধরে রাখতে পারেনি ছোট্ট সামাইরা। সাইডলাইনে ছুটে সে বাবার কাছে চলে যায়। রোহিতকে জড়িয়ে ধরে আর ছাড়তে চায় নি সে। আর এই দৃশ্য দেখে খিলখিলিয়ে হেসে ওঠেন রোহিত পত্নী ঋতিকা। রোহিতও নিজের কন্যাকে জড়িয়ে ধরে রাখেন একজন আদর্শ স্নেহবৎসল পিতার মতন।
advertisement
আরও পড়ুন: ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও কেন ক্ষুব্ধ শোয়েব আখতার? ভিডিও বার্তায় জানালেন আসল কারণ
পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে মেডেল, ট্রফি এবং বিশেষ সাদা জ্যাকেট গ্রহণ করার পর আবারও নিজের পরিবারের কাছে ফিরে আসেন রোহিত। এবার আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। আবেগে ভেসে যান ভারত অধিনায়ক। স্ত্রী ঋতিকাকে জড়িয়ে ধরেন। শুধু মাঠেই নয় তিনি যে পরিবারের ক্ষেত্রেও সমান দায়িত্বশীল দুবাই স্টেডিয়ামের ছবিই সেটা বুঝিয়ে দিল।