সেমিফাইনাল ম্যাচেও টস ভাগ্য সাথ দিল ভারত অধিনায়ক রোহিত শর্মার। এই নিয়ে একদিনের ক্রিকেটে টানা ১৪ ম্যাচে টস হারলেন রোহিত। দুবাইয়ের স্লো উইকেটে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশ নিয়েই সেমিতে নামছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া দলে একটি বদল হয়েছে।
advertisement
এক ঝলকে দেখে নিন সেমি ফাইনালে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি।
আরও পড়ুনঃ Microwave Hacks: চোখ থেকে পড়বে না এক ফোটাও জল! পেঁয়াজ কাটায় নিন মাইক্রোওয়েভের সাহায্য!
এক ঝলকে দেখে নিন সেমি ফানালে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ট্রেভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, কুপার কোনোলি, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাঙা, বেন ডোয়ারশুইস, অ্যাডাম জ়াম্পা, ন্যাথান এলিসো।