আইসিসি প্রতিটি ইভেন্টেরই অফিসিয়াল থিম সং থাকে। এবারও তার ব্যতিক্রম হল না। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং গেয়েছেন পাকিস্তানের গায়ক আতিফ ইসলাম। থিম সংয়ের প্রধান লাইন হল ‘জিতো বাজি খেল কে’। আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি ভারতেও যথেষ্ট জনপ্রিয় গায়ক। তার কন্ঠে চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং সামনে আসার পর মুহূর্তের মধ্যেই তা ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংটি লিখেছেন আদনান ঢুল ও আসফান্দ্যার আসাদ। পাকিস্তানের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে গানটিতে। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দেশের পতাকা ও জার্সিও রয়েছে গানটিতে। খোদ আতিফ আসলাম নিজেও পারফর্ম করেছেন গানটিতে। ‘জিতো বাজি খেল কে’ গানটির মিউজিক পছন্দ করেছেন সকলেই।
আরও পড়ুনঃ GK: পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের মর্যাদা কোন ফুলকে দেওয়া হয়েছে? উত্তর দিতে ব্যর্থ অনেকেই
এমন সুযোগ পেয়ে নিজেকে গর্বিত বলে জানিয়েছেন আতিফ ইসলাম। গানটির সাফল্যের বিষয়তেও আশাবাদী তিনি। গানটি সামনে আসার পর আতিফ ইসলাম বলেছেন,”চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংয়ের সঙ্গে যুক্ত হতে পারে গর্বিত বোধ করছি। আমি ক্রিকেটের খুব ভক্ত। ছোটবেলায় পেসার হতে চেয়েছিলাম। ভারত-পাক দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছি।”