TRENDING:

ICC Champions Trophy 2025: 'বেড রেস্টের' খবর ভুঁয়ো! চোট নিয়ে মুখ খুললেন বুমরাহ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আশার আলো

Last Updated:

ICC Champions Trophy 2025: বুধবার একটা খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পরে পিঠের চোটের কারণে জসপ্রীত বুমরাহকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিতসক। এমনকী তারকা পেসারের হাঁটা-চলাও বন্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ডার-গাভাসকর সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকে পেসার জসপ্রীত বুমরাহ। দেশে ফিরে এনসিএ-তে গিয়েছিলেন চিকিৎসার জন্য। এরইমধ্যে বুধবার একটা খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পরে পিঠের চোটের কারণে জসপ্রীত বুমরাহকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিতসক। এমনকী তারকা পেসারের হাঁটা-চলাও বন্ধ।
News18
News18
advertisement

এই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় ফ্যানেদের মন ভাঙে। প্রশ্ন উঠতে থাকে তাহলে কি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সত্যিই পাওয়া যাবে না দলের সবথেকে ইনফর্ম পেসারের সার্ভিস। এরপরই তাঁর বেড রেস্টের প্রসঙ্গ সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন জসপ্রীত বুমরাহ। পুরো বিষয়টি ভুঁয়ো খবর বলে উড়িয়ে দেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। নিজের মতামতও জানান বুম-বুম।

advertisement

সোশ্য়াল মিডিয়া সাইটে নিজের এক্স হ্যান্ডেলে জসপ্রীত বুমরাহ লেখেন, “আমি জানি ভুয়ো খবর সহজেই ছড়িয়ে পড়ে। খবরটা শুনে খুব হেসেছি। সূত্রটি ভরসাযোগ্য নয়।” এই পোস্টের সঙ্গে দুটি হেসে লুটিয়ে পড়ার ইমোজির চিহ্নও দেন জসপ্রীত বুমরাহ। তারকা পেসার বুঝিয়ে দেন তার চোট যতটা গুরুতর বলে রটনা চলছে আদতে পরিস্থিতি ততটা গুরুতর নয়।

advertisement

আরও পড়ুনঃ ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারতীয় দলে ৩ প্লেয়ারের অভিষেক! সিনিয়রদের বাড়ল চিন্তা!

advertisement

জসপ্রীত বুমরাহের এই পোস্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কিছুটা হলও আস্বস্ত হয়েছে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা। চ্যাম্পিয়ন্স ট্রফিকে বুমরাহের খেলার এখনও সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই। তবে বুনরাহের চোটের বর্তমান পরিস্থিতি কি সে বিষয়ে কিন্তু এখনও কোনও আপডেট দেওয়া হয়নি বোর্ডের তরফ থেকে। এবার দেখার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বুমরাহ থাকেন কিনা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ICC Champions Trophy 2025: 'বেড রেস্টের' খবর ভুঁয়ো! চোট নিয়ে মুখ খুললেন বুমরাহ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আশার আলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল