এবার বিতর্কের কারণ হল ভারতের জার্সিতে পাকিস্তান লেখা নিয়ে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলেও আয়োজক পাকিস্তানই থাকছে। ফলে আইসিসি ইভেন্টের নিয়ম অনুয়ায়ী আয়োজক দেশের নাম প্রতিটি দেশের জার্সিতে থাকবে। কিন্তু তা মানতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড।
এই ঘটনায় বেজায় চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকী পিসিবির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে। এই ঘটনায় আইসিসির দ্বারস্থ হওয়ার কথাও জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। যদিও নিজেদের অবস্থানে অনড় বিসিসিআই।
advertisement
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফি ২০২৫। প্রতিযোগিতায় ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ইতিমধ্যেই সেই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। এবার প্রতিযোগিতা শুরুর আগে জার্সি বিতর্ক ভারত-পাক দ্বৈরথের উত্তেজনা আরও বাড়াল বলেও মত বিশেষজ্ঞদের।