TRENDING:

ICC Champions Trophy: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার মধ্যেই বড় সিদ্ধান্ত ভারত-পাকিস্তানের

Last Updated:

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ান্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে। নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে খেলতে রাজি নয় টিম ইন্ডিয়া। এই নিয়ে টানাপোড়েন চরমে পৌঁছল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চ্যাম্পিয়ান্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে। নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে খেলতে রাজি নয় টিম ইন্ডিয়া। এই নিয়ে টানাপোড়েন চরমে পৌঁছল। উভয় পক্ষই ২০২৭ পর্যন্ত আইসিসি ইভেন্টে একে অন্যকে হোস্ট করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এই বিষয়ে ৭ ডিসেম্বর বৈঠকে বসছে আইসিসি। সেখানেই চ্যাম্পিয়ান্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার ঠিক আগে টাইমস অফ ইন্ডিয়া-এর একটি প্রতিবেদন থেকে সামনে এসেছে এই খবর। প্রতিবেদন অনুযায়ী, একাধিক বিষয়ে বিসিসিআই এবং পিসিবির মধ্যে মতপার্থক্য রয়েছে। তাই দুই দলই ২০২৭ পর্যন্ত একে অন্যের দেশে কোনও সফর করবে না।
News18
News18
advertisement

তাহলে ভারত পাকিস্তান ম্যাচ হবে কী করে? হাইব্রিড মডেলে। এমনটাই অনুমান করা হচ্ছে। ২০২৫ চ্যাম্পিয়ান্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। ভারত না গেলে এখন কীভাবে হবে তা আইসিসি-এর বৈঠকে ঠিক হবে। তারপরই এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করবে আইসিসি। গত সপ্তাহে আইসিসি-এর বৈঠকে হাইব্রিড মডেলে ম্যাচ খেলতে রাজি হয় পাকিস্তান। ২০২৭ সাল পর্যন্ত এভাবেই চলবে। প্রসঙ্গত, ২০২৬-এ শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে পুরুষদের টি২০ বিশ্বকাপের আয়োজন করবে ভারত। সেই সময়ও হাইব্রিড মডেলে খেলা হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।

advertisement

হাইব্রিড মডেল কী? সংশ্লিষ্ট দুটি দল অর্থাৎ ভারত এবং পাকিস্তান কোনও নিরপেক্ষ দেশে ম্যাচ খেলবে। ২০২৫ সালের চ্যাম্পিয়ান্স ট্রফির ক্ষেত্রে আইসিসি যদি হাইব্রিড মডেলে সীলমোহর দেয়, তাহলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুই দল সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে পারে। ২০০৮ সালে মুম্বই হামলার পর থেকেই পাকিস্তান সফর বন্ধ করে দিয়েছে টিম ইন্ডিয়া। এদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও একটি দল টুর্নামেন্ট থেকে সরে গেলে কতটা ক্ষতি হতে পারে, সেই নিয়ে আইসিসি-কে একটি নোট পাঠিয়েছে সম্প্রচার সংস্থা স্টার ইন্ডিয়া।

advertisement

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নোটে উল্লেখ করা হয়েছে, ভারত চ্যাম্পিয়ান্স ট্রফি থেকে সরে দাঁড়ালে আইসিসির ৭৫০ মিলিয়ন ডলার অর্থাৎ মোট মিডিয়া রাইটসের ৯০ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে। আর পাকিস্তান সরে দাঁড়ালে আর্থিক ক্ষতির পরিমাণ ১০ শতাংশের কম হবে।

আরও পড়ুনঃ KKR News: ‘এটাই’ আইপিএল ২০২৫-এ কেকেআরের প্রথম একাদশ! বড় ধামাকা করবে নাইটরা!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন জয় শাহ। এখন সুষ্ঠভাবে চ্যাম্পিয়ান্স ট্রফির আয়োজন করাই তাঁর কাছে প্রধান চ্যালেঞ্জ। দায়িত্ব নেওয়ার পর প্রেস রিলিজে জয় শাহ বলেন, “এটা সবে শুরু। ক্রিকেটকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম শুরু হল। বিশ্বাস করি, আমরা সবাই মিলে এই ভাবনাকে বাস্তবায়িত করব।”

বাংলা খবর/ খবর/খেলা/
ICC Champions Trophy: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার মধ্যেই বড় সিদ্ধান্ত ভারত-পাকিস্তানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল