তাহলে ভারত পাকিস্তান ম্যাচ হবে কী করে? হাইব্রিড মডেলে। এমনটাই অনুমান করা হচ্ছে। ২০২৫ চ্যাম্পিয়ান্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। ভারত না গেলে এখন কীভাবে হবে তা আইসিসি-এর বৈঠকে ঠিক হবে। তারপরই এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করবে আইসিসি। গত সপ্তাহে আইসিসি-এর বৈঠকে হাইব্রিড মডেলে ম্যাচ খেলতে রাজি হয় পাকিস্তান। ২০২৭ সাল পর্যন্ত এভাবেই চলবে। প্রসঙ্গত, ২০২৬-এ শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে পুরুষদের টি২০ বিশ্বকাপের আয়োজন করবে ভারত। সেই সময়ও হাইব্রিড মডেলে খেলা হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।
advertisement
হাইব্রিড মডেল কী? সংশ্লিষ্ট দুটি দল অর্থাৎ ভারত এবং পাকিস্তান কোনও নিরপেক্ষ দেশে ম্যাচ খেলবে। ২০২৫ সালের চ্যাম্পিয়ান্স ট্রফির ক্ষেত্রে আইসিসি যদি হাইব্রিড মডেলে সীলমোহর দেয়, তাহলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুই দল সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে পারে। ২০০৮ সালে মুম্বই হামলার পর থেকেই পাকিস্তান সফর বন্ধ করে দিয়েছে টিম ইন্ডিয়া। এদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও একটি দল টুর্নামেন্ট থেকে সরে গেলে কতটা ক্ষতি হতে পারে, সেই নিয়ে আইসিসি-কে একটি নোট পাঠিয়েছে সম্প্রচার সংস্থা স্টার ইন্ডিয়া।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নোটে উল্লেখ করা হয়েছে, ভারত চ্যাম্পিয়ান্স ট্রফি থেকে সরে দাঁড়ালে আইসিসির ৭৫০ মিলিয়ন ডলার অর্থাৎ মোট মিডিয়া রাইটসের ৯০ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে। আর পাকিস্তান সরে দাঁড়ালে আর্থিক ক্ষতির পরিমাণ ১০ শতাংশের কম হবে।
আরও পড়ুনঃ KKR News: ‘এটাই’ আইপিএল ২০২৫-এ কেকেআরের প্রথম একাদশ! বড় ধামাকা করবে নাইটরা!
বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন জয় শাহ। এখন সুষ্ঠভাবে চ্যাম্পিয়ান্স ট্রফির আয়োজন করাই তাঁর কাছে প্রধান চ্যালেঞ্জ। দায়িত্ব নেওয়ার পর প্রেস রিলিজে জয় শাহ বলেন, “এটা সবে শুরু। ক্রিকেটকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম শুরু হল। বিশ্বাস করি, আমরা সবাই মিলে এই ভাবনাকে বাস্তবায়িত করব।”