গ্রুপ পর্বের শেষ ম্যাচেও টস ভাগ্য সাথ দিল না রোহিত শর্মার। এই নিয়ে টানা ১৩টি ওডিআই ম্যাচে টস হারের রেকর্ড গড়লেন রোহিত শর্মা। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে টস হেরে হতাশ নন রোহিত শর্মা। ভারত অধিনায়ক জানান, তিনিও এদিন প্রথমে ব্যাটিং করতে চাইছিলেন ও বোলারদের রান ডিফেন্ড করার চ্যালেঞ্জ দিতে চাইছিলেন। ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। হর্ষিত রানার জায়গায় খেলছেন বরুণ চক্রবর্তী। চার স্পিনার নিয়ে নামছে টিম ইন্ডিয়া।
advertisement
এক ঝলকে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা(অধিনায়ক), শুভমান গিল , কেএল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি।
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম একাদশ: উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনি, উইল ও রর্ক, কাইল জেমিসন।
আরও পড়ুনঃ সেমিফাইনালের নামার আগেই এমন বিশ্বরেকর্ড গড়ল টিম ইন্ডিয়া, যা কোনও দেশের নেই
প্রসঙ্গত, গ্রুপ বি থেকে এক নম্বর হিসেবে সেমিতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা, দুই নম্বর হিসেবে সেমিতে গিয়েছে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়নরা অপর গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে খেলবে। ভারত যদি রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর ভারত যদি কিউইদের বিরুদ্ধে হেরে যায় তাহলে সেমিতে খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।