তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পিচেও থাকতে চলেছে মহাচমক। দুবাইতে বদলে যাচ্ছে ফাইনালের উইকেট। বিগত কয়েকটি ম্যাচ যে উইকেটে হয়েছে সেখানে হবে না রবিবারের ফাইনাল। সম্পূর্ণ নতুন উইকেট না হলেও যে উইকেটে গত ২৩ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হয়েছিল, সেই পিচেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।
আয়োজকরা বিগত ১৪ দিন ধরে পিচটির যত্ন নিয়েছেন। পুরোপুরি নতুন না হলেও ১৪ দিনে পিচটিকে প্রায় নতুনের মত করে তুলেছে মাঠকর্মীরা। প্রথমে পিচটিকে ভাল করে জল দিয়ে রাখা হয়েছিল। তারপর বিকেল চারটে পর্যন্ত পিচ ঢেকে রাখা হত আদ্রতা ঠিক রাখার জন্য। বিকেলের পর পিচ খুলে তা ভাল করে রোলিং করা হয়েছে ২ সপ্তাহ ধরে।
advertisement
তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে ১৪ দিন ধরে পিচটিকে যত্ন নেওয়া তা কিছুটা হলেও ব্যাটিং সহায়ক হয়ে উঠবে বিগত কিছু ম্যাচের তুলনায়। তবে দুবাইয়ের গরমের কারণে পিচ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ফলে যতই ভাল করে রোল করা হোক না কেন, পিচ থেকে কিন্তু স্পিনাররা বাড়তি সাহায্য পাবে। তাই ফাইনালেও স্পিনারদের দেখেই খেলতে হবে ব্যাটারদের। ফাইনালে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও জানিয়েছেন মাঠ কর্মীরা।