চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে কিনা তা নিয়ে প্রথম থেকেই উঠছিল প্রশ্ন। প্রতিযোগিতার এত কাছে আসে সেই প্রশ্নই আরও বড় আকারা ধরা গিল। কারণ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত তিনটি স্টেডিয়ামে সঠিক সময়ে প্রস্তুত হবে কিনা তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন খোদ তিনটি ভেন্যুর সংস্কারের দায়িত্বে থাকা আধিকারিক বিলাল চোহান।
advertisement
এখনও অনেকটাই কাজ বাকি তিনটি ভেন্যুর। কীভাব তা পূরণ হবে তা নিয়ে কুল-কিনারা পাচ্ছেন বিলাল। ক্ষোভের সুরে তিনি বলেছেন,”সময়মতো উপকরণ পাচ্ছি না, সময়মতো কাজে ছাড়পত্র পাচ্ছি না, টাকা নেই। আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু উল্টে আমাদের উপরই সমস্ত দায় চাপিয়ে দেওয়া হচ্ছে”। এমনকী পাকিস্তানের সংবাদ মাধ্যমও দাবি করছে সময়মতো কাজ শেষ হওয়া একপ্রকার অসম্ভব।
আরও পড়ুনঃ তিন নম্বরে কোহলির বিকল্প পেয়ে গেল ভারত! ব্যাট হাতে দেখাচ্ছেন একের পর এক কামাল
এই পরিস্থিতিতে চাপে মধ্যে রয়েছে আইসিসিও। চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বে থাকা আইসিসির সিইও জিওফ আলারডাইস ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানের ব্যর্থতা কিমা তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। শেষ পর্যন্ত পাকিস্তান সঠিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারে কিনা, নাকি মুখো পুড়বে পিসিবির সেটাই দেখার।