TRENDING:

আইফেল টাওয়ারকে সরিয়ে ইব্রার মূর্তি ?

Last Updated:

প্যারিস সাঁজার তারকা স্ট্রাইকার জানিয়েছেন, আইফেল টাওয়ার সরিয়ে যদি তাঁর মূর্তি বসানো যায় তাহলে তিনি আরও একটা মরসুম প্যারিস সাঁজা-য় খেলার কথা ভাববেন। আর তার পরই ইব্রাহিমোভিচ’এর বিশাল মূর্তির ছবি আঁকা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস: জ্লাটান ইব্রাহিমোভিচ ৷ দুরন্ত এই সুইডিশ স্ট্রাইকারের সৌজন্যে অনেক ম্যাচই জিতেছে প্যারিস সাঁ জাঁ ৷ এবছর ফরাসী লিগও চ্যাম্পিয়ন হয়েছে দল ৷ কিন্তু আর কিছুদিনের মধ্যেই প্যারিসের ক্লাব ছেড়ে অন্য কোথায় চলে যাওয়ার কথা ইব্রাহিমোভিচের ৷ ক্লাব সমর্থকরা কিন্তু তাঁকে একেবারেই ছাড়তে চান না ৷ তাঁরা চান আরও একটা মরশুম এখানেই খেলুন ইব্রা ৷ কিন্তু তাদের সেই আশা পূরণ হওয়া এখন অসম্ভবই মনে হচ্ছে ৷ কারণ প্যারিস সাঁজার তারকা স্ট্রাইকার জানিয়েছেন, আইফেল টাওয়ার সরিয়ে যদি তাঁর মূর্তি বসানো যায় তাহলেই তিনি আরও একটা মরসুম প্যারিস সাঁজা-য় খেলার কথা ভাববেন। আর তার পরই ইব্রাহিমোভিচ-র বিশাল মূর্তির ছবি আঁকা হয়েছে। দেখা যাচ্ছে আইফেল টাওয়ারকে ঢেকে দিচ্ছে ইব্রার বিশাল মূর্তি। এছাড়া নিজেদের প্রিয় ফুটবলারের সম্মানে তাঁর মোমের মূর্তিও বানিয়েছেন প্যারিসের ইব্রা সমর্থকরা ৷ যদিও লা ট্যুর আইফেল থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘‘ ইব্রাহিমোভিচ দারুণ ফুটবলার হতে পারেন ৷ কিন্তু আইফেল টাওয়ার থেকে প্যারিস শহরকে দেখতে যতোটা সুন্দর লাগে ৷ সেটা আর কোথার থেকেই নয় ৷ তাই টাওয়ার চিরকালই থাকবে ৷’’
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
আইফেল টাওয়ারকে সরিয়ে ইব্রার মূর্তি ?