তিনি যেখানে যাচ্ছেন মানুষ তাকে হারাতে চাইছে না। কিন্তু আবেগের বাইরে ও মহেন্দ্র সিং ধোনি নিজের কাজটা আবার সফলভাবে করে দেখালেন সেটা বলার অপেক্ষা রাখে না। যেভাবে ক্রিকেটারদের শেখাচ্ছেন এবং মোটিভেট করছেন এক কথায় অসাধারণ। শেষ বেলার ক্রিকেট জ্ঞান দিয়ে যাচ্ছেন। কঠিন পরিশ্রমের ফল। দুমাস ধরে প্রত্যেকের পরিশ্রম করেছে বলেই আমরা ফাইনালে আছি। টস হেরে আমাদের হয়তো ভালই হয়েছে আজকে।
advertisement
আমার মনে হয় রবীন্দ্র জাদেজার বল এবং ব্যাট হাতে পারফরম্যান্স আজ একটা বড় ভূমিকা রেখেছে। তবে এটা মানতেই হবে আইপিএল আরো কঠিন হয়েছে। অধিনায়ক হিসেবে আমি সব সময় একজন বোলার এবং ব্যাটসম্যানকে মোটিভেট করার চেষ্টা করি। আমি নিজেকে বিরক্তিকর অধিনায়ক বলতেও অসুবিধে বোধ করব না। কারণ প্রত্যেক দুই বা তিন বল অন্তর আমি ফিল্ডিং পরিবর্তন করি।
কিন্তু সেটা দলের স্বার্থেই। এরপর মাহিকে প্রশ্ন করা হয় তিনি চ্যাম্পিয়ন হলে অবসর নেবেন কিনা? তিনি কি আবার ফিরে আসবেন? উত্তরে মাহি বললেন, ছোট নিলাম হবে ডিসেম্বরে। তাই এত আগে থেকে ভাবতে যাব কেন? চূড়ান্ত সিদ্ধান্ত জানি না কি হবে। আমি সব সময় সিএসকের সঙ্গে থাকব। ক্রিকেটার হিসেবেই হোক বা অন্যভাবে। ৮-৯ মাস হাতে আছে এখনও। সঠিক সময় জানতে পারবেন।
